Tpm ভার্সন ২.০০ ছাড়াই Windows 11 ইন্সটল করুন।
উইন্ডোজ ১০ পর উইন্ডোজ ১১ নিয়ে উৎসাহ আর আগ্রহের শেষ নেই । কিন্তু সমস্যা একটাই tpm 2.0 জটিলতা । মাইক্রোসফট কোম্পানি টিপিএম Acquirement দিয়েছে ২.০০ ভার্সন থাকতে হবে।
কিন্তু যাদের কম্পিউটার বা ল্যাপটপ ৮-৯ বছরের পুরোনো তাদের ক্ষেত্রে Tpm 2.0 জটিলতা দেখা দিতে পারে।
তাই বলে কি উইন্ডোজ-১১ ইন্সটল করবেন না । অবশ্যই করবেন টিপিএম ছাড়াই কিভাবে উইন্ডোজ-১১ ইন্সটল করবে আপনার পিসি অথবা ল্যাপটপে তাই জানাবো আজ । Tpm 2.0 ছাড়াই Windows 11 ইন্সটল করুন।
তাহলে চলুন জানি টিপিএম ছাড়া কিভাবে উইন্ডোজ -১১ ইন্সটল করবেন।
আপনাকে প্রথমে Windows-11 ও Windows 10 এর আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। তার পর উইন্ডোজ ১০ এর iso ফাইল এর উপর মাউসের রাইট বাটনের উপর ক্লিক করে Mount পাবেন ।
সেইখানে ক্লিক করলে source নামক ফাইলের ভিতর Install.wim নামের ফাইলটা খোঁজে বের করুন। তারপর ctrl+a চাপুন ফাইল গুলো সিলেক্ট করুন । সিলেক্ট হওয়ার পর install.win ফাইলে ctrl চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করে উক্ত ফাইলটা ডিসিলেক্ট করুন তারপর মাউস অথবা ctrl+c চেপে কপি করুন।

উইন্ডোজ ১০ এর iso ফাইল কপি হওয়ার পর আপনাকে যেতে হবে windows 11 iso ফাইলে।
windows 11 iso ফাইলে যাওয়ার পর একইভাবে Mount ফাইল থেকে Source ফাইলে windows 10 থেকে কপি করা ফাইলটি Paste করুন । যদি কপি পেস্ট করার পারমিশন চায় দিবে ।
আপাতত কাজ শেষ । এর পর Rufus 2.00 বা তার উপরের ভার্সন দিয়ে উইন্ডোজ ফাইলটি বুটেবল করে নিন। বুট হওয়ার পর আগের নিয়মেই উইন্ডোজ ইন্সটল করুন আর দেখুন আপনার কাঙ্খিত উইন্ডোজ ১১ এর ল্যাপটপ বা কম্পিউটার।
মন্তব্য করুন