প্রযুক্তিকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই । পৃথিবীতে প্রযুক্তির কোন বিকল্প শক্তি আসবে কিনা কেউ জানেনা । প্রযুক্তি আছে প্রযুক্তি থাকবে , কিন্তু উন্নত হবে প্রযুক্তির দিক-পাল ।প্রযুক্তিকে ক্রমবর্ধমান সম্প্রসারণ ও প্রশারের জন্য মোবাইল অ্যাপলিকেশ এবং সফটওয়্যার ডেভলোপিং ।
পৃথিবীতে এই পর্যন্ত যে সব প্রোগামিং ল্যাঙ্গুয়েজ এসেছে তা কোন নিদিষ্ট সফটওয়্যার ডেভলোপিং এর জন্য এসেছে। যা ঐ নির্দিষ্ট টেকনোলজিকে রুপান্তিত ,পরিববর্তন , পরিবর্ধন ও সৌন্দর্য বৃদ্ধি করে । যেমন, জাবা, কটলিন রিটেক , পাইথন, রুবি , এইচটিএমল, সিএসএস , জাবাস্কীপট, রিএক্ট, সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ,অবজেকটিভ সি, পিএইপি, এসকিউএল, ডার্ট। ইত্যাদি আরো জানতে ক্লিক করুন।
তবে সেক্ষেত্রে ফ্লাটার (Flutter) কিছুটা ব্যতিক্রম । তার কারন হলো শুধুমাত্র Flutter দিয়েই বিভিন্ন ডিভাইসের জন্য অ্যাপলিকেশন বা সফটওয়্যার ডেভলোপিং করতে পারবেন। তৈরি করতে পারবেন অ্যানড্রয়েটের জন্য এপিকে , তৈরি করতে পারবেন আইফোনের জন্য আইওএস , তৈরি করতে পারবেন উইন্ডোজ , অ্যাপেলের জন্য সফটওয়্যর ।
তাছাড়া ২০২১ সালের গুগল Flutter এর জন্য নতুন সংযোজন করেছে, Flutter থেকে Flutter 2 ভার্সনে আপগ্রেড নিয়ে এসেছে গুগল , এমনই খবর প্রকাশ করেছেন তাদের ব্লগে।
এই ব্লগে গুগল লিখেছে, ফ্লাটার দিয়ে তৈরি প্লে স্টোর গুলোতে প্রায় ১ লক্ষ ৫০ হাজারে বেশি ফ্লাটার অ্যাপ আছে । এই অ্যাপ গুলো ডেভলোপারেরা ইচ্ছা করলে Flutter2 তে আপগ্রেড করতে পারবে ।
গুগল ফ্লাটারকে মুক্ত ফ্রেম ওয়ার্ক হিসেব পরিচিত করছে ইতিমধ্যে । বিশ্ব জুড়ে গ্রাহকেরা wechat, grab, yandex go ,nubank, sonos, fastic, betterment এবং realtor.com এর মতো জনপ্রিয় অ্যাপলিকেশন।
বর্তমানে গুগল Flutter 2 নিয়ে অনেক কাজ করছে। কিভাবে Flutter বিশ্বের কাজে মহাসমারহে পরিচিত করা যায় । তাই চিন্তা করছে গুগল । তাই তো গুগলের ১ হাজারের বেশী প্রকৌশলী Flutter নিয়ে কাজ করছে প্রতিনিয়ত।
গুগল ফ্ল্যাগশিপ ফোনের জন্য Flutter দিয়ে অ্যাপ তৈরি করা শুরু করে দিয়েছে । google ফ্লাটার নিয়ে বড় ধরনের লক্ষ্য উদ্দেশ্যে কাজ করছে বলে মনে করেন অনেকে।
ইবাংলানিউজ২৪.কম/
App Developing শুরু করুন Flutter দিয়ে (পর্ব-১)।
মন্তব্য করুন