ফেসবুক একাউন্ট থেকে ডিলিট হওয়া পোস্ট সম্মলিত ছবি ,লেখা ফিরত আনার ক্ষেতে ফেসবুকের(facebook) স্বাধীন কমিটি “ওভারসাইট বোর্ডের” কাছে আবেদন করতে পারেন।গত মঙ্গলবার ১৩ ই এপ্রিল ফেইসবুকের পক্ষ থেকে এমনই তথ্য জানানো হয়।
বিভিন্ন কারনে ফেসবুকের পোস্ট ডিলিট বা ফেসবুক ব্যবহারকারী আপত্তিকর পোস্ট দিয়ে থাকেন । এ ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীর ডিলিট হওয়া পোস্ট ফিরত আনা সম্ভব ছিলো না তেমনি ছিলো অন্যেদের আপত্তিকর পোস্টে রিপোর্ট করার উপায় ।
রিপোর্ট করার পোস্ট কোন কারনে বর্তমান নিয়মে ফিরত আনতে হলে আবেদন করতে হবে ফেসবুকের ওভার সাইট বোর্ডের কাছে। আর এই ওভারসাইট বোর্ডের কাছে আবেদনের প্রক্রিয়া সস্পূর্ন করার জন্য গত ১৪ই এপ্রিল থেকে ফেইসবুক ব্যবহারকারীর হাতে নতুন বাটন যুক্ত করেছে ফেইসবুক।
কোন পোস্ট বা কমেন্টের বিষয় কারো আপত্তি থাকলে ফেইসবুকের ওভারসাইট বোর্ডে আবেদন করতে হবে বোর্ড তা বিবেচনা করে দেখবে সরাবে কিনা। অন্যদিকে যদি কোন কারনে ফেইসবুক কোন কারনে পোস্ট কমেন্ট, ছবি সরিয়েও নেয় , সেক্ষেত্রে থাকছে আবার পোস্ট কমেন্ট ,ছবি ফিরত আনার উপায়।
আবেদন করার সময় আবেদনকারীকে দেওয়া হবে আইডি। যার মাধ্যমে ফেইসবুকের ওভারসাইট বোর্ড কি সিন্ধান্ত নিচ্ছে তা জানিয়ে দেওয়া হবে।
গত বছর ফেসবুক এই স্বাশাসিত কমিটি গঠন করে । ওভার সাইট বোর্ডে ২০ জন সদস্য রয়েছে এই বোর্ডে । এই বছরের জানুয়ারী মাসে ১৭ দফা রাখে স্বাশাসিত কমিটি। তারপর থেকেই ফেসবুকের পোস্ট ডিলটি , ফেরত আনার বিষয় সিন্ধান্ত নেওয়া হয়।
ইবাংলানিউজ২৪/ আমাদের সময় অবলম্বনে কে ই আলম ফেসবুকের ডিলিট পোস্ট ফেসবুকের ডিলিট পোস্ট
মন্তব্য করুন