করোনা রোগীর বাড়তি চাপ সামলাতে চালু করা হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল।
রাজধানীর মহাখালিতে ডিএনসিসি ডেডিকেটেট কোভিট-১৯ হাসপাতালটি আগামীকাল সকাল ৮ থেকে রোগী ভর্তি করা হবে।দেশে একদিকে বাড়ছে করোনা সংক্রমণ ।
অন্যদিক দেখা দিয়েছে শয্যার সংকট।সংকট মোকাবেলায় রাজধানীর ডিএনসিসি মার্কেটকে করোনা হাসপাতালে রুপান্তর করা হয়। ।
এই হাসপাতালে রয়েছে ৫০টি আইসিইউ , ৫০ টি ইমার্জেন্সী শয্যা আরো রয়েছে ১৫০ টি সাধারন শয্যা । প্রথমিক ভাবে অল্প শয্যা দিয়ে শুরু হলো এই হাসপাতালের পথ চলা। আগামী এক মাসের মধ্যে ১০০০ বেডে উন্নতি করা হবে।
হাসপাতালে আইসিইউ বেড হবে ১১২টি । এইচডিইউ বেড হবে ২৫০টি । এছাড়া বেডে যুক্ত আইসিইউ বেড হবে ১৩৮ টি । হাসপাতালে জরুরী ওয়ার্ডে ৫০টি বেড রাখা হবে।
hgহাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন