আগামী আগস্ট মাসের থেকে যুক্তরাজ্যে আর করোনাভাইরাসের সংক্রমন ছড়াবেনা । যুক্তরাজ্যের টিকা টাস্কফোসের সাবেক প্রধান ক্লাইভ ডিক্স এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকাকে।
তিনি মনে করেন , আগামী আগস্ট মাসে যুক্তরাজ্যে নতুন করে করোনার আর সংক্রমন থাকবেনা । দ্যা টেলিগ্রাফকে দেওয়া বক্তব্যে মি: ডিক্স বলেন, ২০২২ সালের প্রথম দিকে টিকার বুস্টার ডোজ কার্যক্রম পিছিয়ে দেওয়া হবে।
এই বছর থেকে ঝুঁকিপূর্ন লোকজনকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া পরিকল্পনা করেছিলো যুক্তরাজ্য সরকার।টেলিগ্রাফকে দেওয়া স্বাক্ষাতকারে মি. ডিক্স বলেন, আগামী জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সবাই একটি করে হলেও করোনা ভাইরাসের ডোজ পাবেন। তাতে করে এই সময় মধ্যে করোনাভাইরাসের সব ধরনে ভ্যারিয়েন্টের হাত থেকে যুক্তরাষ্ট্রের জনগন সুরক্ষিত থাকবে।
এই পর্যন্ত যুক্তষ্ট্রে ৫ কোটি ১০ লাখের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। ক্রমনুসারের এমন দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় তম স্থানে এবং দেশেরটি প্রাপ্তবয়স্ক অর্ধেকের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে এক কর্মকর্তা বলেছেন, ৪০ বছরের নিচে বয়সের মানুষকে অক্সফোর্ড অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন