ব্ল্যাক-হোয়াইটের পর, এবার দেশে হদিশ মিলল ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনের। রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই ইয়েলো ফাঙ্গাসের প্রথম কেসটি সনাক্ত করা গিয়েছে।
এই নতুন সংক্রমণ নিয়ে এখন গবেষণা চলছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, ইয়েলো ফাঙ্গাস ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের চেয়ে আরও বেশি বিপজ্জনক হতে পারে।
কী এই ইয়েলো ফাঙ্গাস? এটি হওয়ার কারণ কী? কীভাবেই বা বুঝবেন আপনি ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত কিনা? জেনে নিন সমস্ত প্রশ্নের উত্তর।
ইয়েলো ফাঙ্গাস কী? ইয়েলো ফাঙ্গাস, সাদা এবং কালো ফাঙ্গাসের চেয়ে অনেক বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই ফাঙ্গাসের সংক্রমণ দেহের ভিতরে প্রভাব বিস্তার করে বলে, চিকিৎসকেরা একে আরও বেশি ক্ষতিকর বলে দাবি করছেন। এই সংক্রমণটি সাধারণত সরীসৃপদের মধ্যে লক্ষ্য করা যায়।
মানুষের মধ্যে প্রথম গাজিয়াবাদের ৪৫ বছর বয়সী একজন ব্যক্তির মধ্যে এই ইনফেকশনের হদিশ মিলেছে। তিনি সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়েছেন।
ইয়েলো ফাঙ্গাসের কারণ এই সংক্রমণও প্রাথমিকভাবে অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই হয়ে থাকে। অস্বাস্থ্যকর এবং উচ্চ আর্দ্র পরিবেশ, খারাপ স্বাস্থ্যবিধি, অস্বাস্থ্যকর খাবার এই ফাঙ্গাসের জন্য দায়ী। অতিরিক্ত আর্দ্রতাও ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধির পক্ষে উপযুক্ত পরিবেশ।
এছাড়াও, অত্যধিক স্টেরয়েডের ব্যবহার ও অ্যান্টিব্যাক্টিরিয়াল মেডিকেশনকেও এই সংক্রমণের কারণ বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন