দেশে অর্ধেকের বেশি জেলায় করোনাভাইরাস বাড়ছে।
দেশে জেলা বেঁধে করোনাভাইরাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ।বিশেষ করে দেশের সীমান্তবর্তী ১৬ টি জেলায় করোনাভাইরাসের আক্রান্ত হার, অন্য জেলাগুলোর চাইতে বেশি বাড়ছে এমনই খবর প্রকাশ করেছে প্রথম আলো ।
প্রথম আলো আরো জানায়, ১৬ জেলার মধ্যে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ৫৯.৩৪ শতাংশ । যা আগের দিনের চেয়ে ৪.২৬ শতাংশ বেশী। সাতক্ষীরায় লক ডাউনের পরেও এখন পর্যন্ত অবস্থার উন্নতি হচ্ছে না। গত শনিবার থেকে সাতক্ষীরায় লকডাউন চলছে, যা এখনো বর্তমান।
ঈদুল ফিতরের পরে থেকেই সংক্রমণের হার ক্রমান্বয়ে বাড়ছে সীমান্তবতী জেলা গুলোতে। এক মাসের বেশি সময়ের পর গত মঙ্গলবার দৈনিক শনাক্তের হার ২ হাজার ছাড়ায় এবং করোনাভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধি পেয়ে গত বুধবার ২ হাজার ৫০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতি ভালো চোখে দেখছেনা জনস্বস্থ্যবিদেরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে প্রথম আলো আরো জানায়, দেশের ১৮টি জেলায় আগের সপ্তাহের তুলনায় রোগী বৃদ্ধির হার শূন্য শতাংশের নিচে, আর ১০টি জেলায় এই হার শূন্য দশমিক ১ থেকে ২৪ শতাংশের মধ্যে। এর বাইরে বাকি ৩৬ জেলায় রোগী বাড়ছে। এসব জেলায় এক সপ্তাহে রোগী বৃদ্ধির হার ২৫ থেকে ১০০ শতাংশের বেশি ।
দেশের ১৫টি জেলায় ৩১ মে থেকে ৬ জুন—এই এক সপ্তাহে আগের সপ্তাহের (২৪–৩০ মে) তুলনায় রোগী বৃদ্ধির হার ১০০ ভাগ বা তার বেশি ছিল। এগুলোর আটটিই ভারতের সীমান্তবর্তী জেলা। এর বাইরে আটটি জেলায় রোগী বৃদ্ধির হার ৭৫ থেকে ৯৯ শতাংশের মধ্যে। এ ছাড়া মাগুরা, নড়াইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পিরোজপুর ও নোয়াখালীতেও এই সময় রোগী বৃদ্ধির হার শতভাগ কিংবা তার চেয়ে বেশি ছিল।
শতভাগ বা তার চেয়ে বেশি হারে রোগী বেড়েছে এমন সীমান্তবর্তী জেলাগুলো হলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জয়পুরহাট, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি। আর রোগী বৃদ্ধির হার ৭৫ থেকে ৯৯ শতাংশ ছিল সীমান্তবর্তী জেলা যশোর, ঝিনাইদহ, নওগাঁ, দিনাজপুর, লালমনিরহাট, ফেনী, শেরপুর ও কুষ্টিয়া।
প্রথম আলো আরো জানায়, দেশের সীমান্তবর্তী জেলা গুলোতে লকডাউন দিলেও পাশের জেলাগুলোতে সংক্রমণ বাড়ছে । যেমন চাঁপাইনবাবগঞ্জ লাগোয়া নওগাঁ ও রাজশাহীতে করোনাসংক্রমন বাড়ছে।।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে নতুন রোগী বাড়ছে। সীমান্তবর্তী জেলাগুলোতে কোথাও কোথাও পরিস্থিতি স্থিতিশীল হলেও দেখা যাচ্ছে, আশপাশের জেলায় সংক্রমণ বেড়ে যাচ্ছে। যেমন চাঁপাইনবাবগঞ্জে কমলেও রাজশাহী, নওগাঁ, নাটোরে বাড়ছে। সব মিলিয়ে দেশের সংক্রমণ বাড়তির দিকে। কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরিস্থিতি আবার খারাপ আকার ধারণ করবে।
তথ্য সূত্রঃ প্রথম আলো
মন্তব্য করুন