গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন । যেখানে শনাক্তের হার ১৪.১২ শতাংশ। গত কাল একদিনে শনাক্ত হয়েছে ১৬৩৭ জন।
আজ শনিবার ১২ ই জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গতকাল ৩৯ জনসহ এই পর্যন্ত মহামারিতে মারা গেলেন ১৩০৭১ জন । এছাড়াও নতুন শনাক্ত ১৬৩৭ জন নিয়ে মোট শনাক্ত ৮২৪৪৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় , গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস আক্রান্তের শনাক্তের হার ১৪.১২ শতাংশ
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত একদিনে করোনা থেকে দেশে সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭৬৪০২৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১,৬৬১ আর নমুনা পরীক্ষা হয়েছে ১১,৫৯০ । দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১,৫৬,৩৬৩ টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪,৮৯,৫৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬,৬৬,৭৯৮ টি।
দেশে বর্তমানে ৫১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন নয় হাজার ৪০৬ জন আর নারী মারা গেছেন তিন হাজার ৬৬৫ জন।
মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল ও রংপুর বিভাগের আছেন দুইজন করে আর সিলেট বিভাগের আছেন একজন। আর এই ৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বাড়িতে মারা গেছেন তিনজন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৪৭ জন, চট্টগ্রাম বিভাগের ৬৯৭ জন, রংপুর বিভাগের ৩০ জন, খুলনা বিভাগের ১১০ জন, বরিশাল বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১৩০ জন, সিলেট বিভাগের ৫৩ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন দুইজন।
মন্তব্য করুন