জাপানে ফাইজারে টিকা দেওয়ার পর হৃৎপিন্ডে প্রদাহ।
জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এনএইচকে ওয়ার্ড নিউজ জাপান থেকে জানা যায়, জাপানের ফাইজারের তৈরি টিকা নেওয়র পর হৃৎপিন্ডে ৭ ব্যক্তির প্রদাহ সুষ্টি হয়।
জাপানের স্বাস্থ্যমন্ত্রনালয়ের কর্মকমর্তারা জানান, গত মাসের ৩০ মে পর্যন্ত জাপানে ফাইজারের টিকা দেওয়া হয়েছে ৯৭ লাখ ৬০হাজার জনকে।
তারা আরো জানায়, ২০ বছর থেকে ৬৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে থেকে মায়াকার্ডিটিস বা পেরিকার্ডিটিস বা হৃৎপিন্ডের প্রদাহ দেখা দেয়।
তাদের মধ্যে পুরুষ ছিলো ৬ জন ও একজন নারী । তাদের ফাইজারের ২য় ডোজ টিকা নেওয়ার পর থেকে এই প্রদাহ দেখা দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রেও ফাইজার বা মডার্নার টিকা নেওয়া পর অনেকের হৃৎপিন্ডের প্রদাহ দেখা দিছে বলে জানা যায়।
জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এনএইচকে ওয়ার্ড নিউজ জাপান জানায়, চলমান টিকা প্রদান কর্মসূচিকে প্রভাবিত করার মত মারাত্মক নিরাপত্তাজনিত কোন উদ্বেগ নিশ্চিত করা যায়নি।।
মন্তব্য করুন