দেশে কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণের রোধে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায় করোনার টিকা ও নিবন্ধনের সিন্ধান্ত নিয়েছে সরকার।
টিকা দান কার্যক্রম সম্পূর্ন করার জন্য ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করা হবে।
এছাড়া চলমান লকডাউনে শিল্প-কলকারখানা খোলার জন্য ব্যবসায়ীরা অনুরোধ করলেও , অনুরোধ গ্রহন না করার সিন্ধান্ত নেওয়া হয়।
অতএব , আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশের সব শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।
আজ সরকারে করোনাভাইরাসের চলমান পরিস্থিতির নিয়ে সরকারের উচ্চ পর্যায় এক সভায় এসব তথ্য জানানো হয়।
সচিবালয় সভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন সচিব , পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিভিন্ন বাহিনী-সংস্থার প্রতিনিধিরা ।
মন্তব্য করুন