দুই ডোজ টিকা নেওয়ার পরও মারা গেলেন ফকির আলমগীর।
দেড় বছর ধরে কোভিড-১৯ করোনাভাইরাস গোটা দুনিয়াকে নাকাল করে রেখেছে। এই পর্যন্ত কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণে প্রায় ৪২ লাখ মানুষ মারা গেছেন। দুই ডোজ টিকা নেয়ার পরও কেন মৃত্যু ।
বাংলাদেশে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গোটা দুনিয়াতে প্রায় ২০ কোটি মানুষ কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।
এই রোগের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে রাত দিন গবেষণার পর গবেষণা হচ্ছে এবং তৈরি হচ্ছে নানান ভ্যাকসিন। এই ভাইরাস সংক্রমণ থেকে রেহাই পেতে মানুষ দিচ্ছে টিকা।
বিশ্বের উন্নত দেশ গুলো কিছুটা সুফল পেলেও বাংলাদেশের মতো উন্নায়শীল দেশে পিছিয়ে আছে আর দেড়িতে হলেও ব্যপকভাবে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে আগামী ৭ আগস্ট দেশের সব কয়টি ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন কেন্দ্র স্থাপন এবং শুধু ভোটার আইডি দিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে সরকার।
তবে তারও আগে টিকা প্রাপ্তি স্বল্পতাকে কেন্দ্র করে ক্ষুদ্র পরিসরে ভ্যাকসিনেশনেও দুই একজন সংক্রমিত হচ্ছেন এবং মারা যাচ্ছেন।
এইতো কিছু দিন আগে গণসংগীত শিল্পি ফকির আলমগীর কোভিড-১৯ করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরও সংক্রমিত হয়ে মারা গেলেন।- খবর মানবজমিন(২৮ জুলাই ২০২১)।
অন্যদিকে ৬০ বছর বয়সী আনোয়ারা বেগম নামে একজন মারা গেলেন কোভিড*১৯ করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরও।- খবর মানব জমিন(২৮ জুলাই ২০২১)।
দুই ডোজ টিকা নেওয়ার পরও কেন মানুষ মারা যাচ্ছে তা নিয়ে স্বাস্থ্য বিভাগকে গবেষণা করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।
কোভিড-১৯ করোনাভাইরাসের জাতীয় পরমর্শক কমিটির অন্যতম সদেস্য বঙ্গুবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. নজরুল ইসলাম – দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও মানুষ কেন মারা যাচ্ছে তা নিয়ে গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, যার মৃত্যু হয়েছে তিনি কোন কোম্পানির দুই ডোজ টিকা নিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পর অনেক বিষয় থাকে। যেমন,ভ্যাকসিন নেওয়ার পর তার শরীরে কি পরিমানের রোগ প্রতিরোধ ক্ষমতা তথা অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা জানা হয়েছে কিনা।
ভ্যাকসিন তার শরীরে কতটুকু কার্যকর হয়েছে। যিনি মারা গেলেন তার শরীরে হয়তো কোন পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়নি ।
এছাড়া তিনি হয়তো আগে থেকেই জটিল কোন রোগে ভোগছিলেন । এসব বিষয় নিয়ে গবেষণা করা দরকার বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন, প্রতি ১০ লাখে ১ জন করে মারা যেতে পারে কোভিড-১৯ করোনাভাইরাসের টিকা নেওয়ার পরও।
তাছাড়া বাইরের দেশেগুলোতে এই ধরনের ঘটনার সঙ্গে মিল আছে কিনা তা খতিয়ে দেখতে বলেন তিনি।
এদিকে , গনসংঙ্গীত শিল্পী ফকির আলমগীর দুই ডোজ টিকা দেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান বলে জানান চিকিৎসকেরা ।
করোনায় আক্রান্ত হয়ে শ্বাস কষ্ট শুরু হলে তাকে গ্রীন রোডের একটি হাসপাতালে নেওয়া হয় এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হলে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
অন্যদিকে করোনার টিকা নিয়েছেন , ৬০ বছর বয়সী আনোয়ারা বেগম । পরিবারের সদেস্যরা বলেন , তাকে টিকা দিয়েও রক্ষা করা গেলো না।
দীর্ঘদিন আনোয়ারা কিডনি রোগে ভোগছিলেন । এক পর্যায় তার দু্টি কিডনিই কিবল হয়ে যায় । এরমধ্যে গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হোন আনোয়ারা। গত শনিবার নিজ বাসায় শ্বাস কষ্টে মারা যান।
করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরেও অনেক করোনায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা এসব বিষয় গুরুত্ব সহকারে নিয়ে গবেষণার পরামর্শ দেন।
মন্তব্য করুন