গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল হসপিটালে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ নিয়ে মারা গেছেন ৮ জন বাকী ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার ৩১ জুলাই বিষয়টি নিশ্চত করেছেন ময়মনসিংহ মেডিকেল হসপিটালের করোনা ইউনিটের ফোকাল পারসন ড.মহিউদ্দিন খান মুন। – বাংলা ট্রিবিউন।
করোনা পজেটিভ হয়ে যার মৃত্যুবরণ করেছেন – তারা হলেন সদরের সদরের আউয়াল , নূরুল হুদা, ফুলপুরের রহিমা, হালুয়াঘাটের নরেশ চন্দ্র,গফরগাওয়ের মনির, নেত্রকোনার হামিদা,আব্দুল আজিজ ও টাঙ্গাইলের হাবিবুল্লাহ।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে যার মৃত্যু বরণ করেছেন তারা হলো ময়মনসিংহের মুক্তাগাছার শাসুল হক, গৌরীপরুরের শামসুদ্দিন, ইশ্বরগঞ্জের সুফিয়া, গৌরীপুরের মোতালেব, ফুলবাড়ীয়ার শকুন্তলা, জামাল পুরের কাছিম উদ্দিন, শেরপুরের আব্দুল রহমান ও কিশোরগঞ্জের রাশিদা।
ময়মনসিংহ করোন ইউনিটের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল হসপিটালে নতুন করে ৮৫ জন রোগী ভর্তি হয় । এখন পর্যন্ত ময়মনসিংহ করোনা ইউনিটে ৪৯০ জন ভর্তি আছেন করোনা আক্রান্ত হয়ে এবং ২২ জন আইসিইউতে আছেন চিকিৎসা নিচ্ছেন। আর ৫০ জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।
জেলা সিভিল সার্জন ডা.নজরুল ইসলামের বরাত দিয়ে বাংলা ট্রিবিউন থেকে জানায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল হসপিটালে ৬২৫ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। ময়মনসিংহে বর্তমানে করোনা শনাক্ত ব্যাক্তির সংখ্যা ১৪ হাজার ৭৪০ জন । এদের মধ্যে থেকে ১০ হাজার ৮১৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।
মন্তব্য করুন