দেশে পৌঁছেছে চীনের উপহারের সিনোভ্যাকের ১০ লাখ ডোজ টিকা। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশে চীনা দূতাবাসের ফেসবুক পেজের একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশকে চীন সরকারের উপহার হিসেবে পাঠানো ১০ লাখ ডোজ সিনোভ্যাকের টিকার চালান বাংলাদেশে পৌঁছেছে। চীন থেকে বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো করোনা টিকার এটি ৫ম চালান।
এর আগে, মে জুন ও আগস্ট মাসে চীন উপহার হিসেবে ৪টি চালানে সিনোফার্মের টিকা পাঠিয়েছিল বলেও পোস্টে জানানো হয়।
দূতাবাস জানায়, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীন সবসময় বাংলাদেশের পাশে আছে এবং একে অপরকে সহায়তা করছে।
মন্তব্য করুন