রোজা রাখার কারনে মালয়েশিয়াতে কর্মী পিটানোর অপরাধে মালিকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর।
রোজার রাখার কারনে কর্মী পিটানোর অপরাধে মালিকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে মালয়েশিয়া আদালত। মালেশিয়াতে ম্যাজিস্ট্রটস আদালত রোজার কারনে ব্যক্তিগত দুই জন মালেশিয়ান মুসলিম দেহরক্ষীকে মারধর করে চাইনিজ নিয়োগকর্তা। বিষয়টা আদালত পর্যন্ত গড়ালে চাইনিজ নিয়োগকর্তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে মালয়েশিয়ান ম্যজিস্ট্রেটস আলদালত।
তার উপর অভিযোগ আনা হয়েছে ফৌজদারিবিধির ৩২৪ ধারায় আহত করা , ৫০৬ ধারায় কর্মীকে ভয় দেখানো, ২৯৮ ধারায় ইসলামকে অবমানা করা, ৩০৭ ধারায় হত্যা চেষ্টা করা । এসব বিধির আদেশের বলে ৪৪ বছর বয়সী মালয়েশিয়ান চাইনিজ ব্যবসায়ীরকে ৫ দিনের রিমান্ড দেয়।
পুলিশ সকাল ১০ টার দিকে নীল টি-শার্ট পরিহিত ব্যক্তিকে মালয়েশিয়ান পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করে। আসমীকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রফতার করে।
পুলিশ সকাল ১০ টার সময় নীল টি-শার্ট পরিহিত এই মালয়েশিয়ান চাইনিজ আসামিকে আদালতে হাজির করে । গত বৃহস্পতিবার পুলিশ আনুমানিক রাত ৮:২০ মিনিটে এই অপরাধীকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেফতার করে।
তথ্য সূত্রঃ ডেইলি এক্সপ্রেস, মালয়েশিয়া।
মন্তব্য করুন