করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রাপ্তির জন্য কোন কোন দেশ নিয়ে জোট করেছে বাংলাদেশ – জানুন।
ভারত থেকে টিকা প্রাপ্তির এই ধুরা চলে একটু দেরি হলেও বংলাদেশ হাঁটছে বিপল্প পথে। এরই মধ্যে করোনার টিকা সংরক্ষনের জন্য ৬ টি দেশ নিয়ে জোট গঠনের প্রস্তাব দিয়ছে চীন। আর এই প্রস্তাবে সম্মত বাংলাদেশ।
এই ৬ দেশী জোটে থাকছে ভারত ছাড়া আফগানিস্থান , চীন , পাকিস্থান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান।
পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন , নীতিগত ভাবে এই জোটে থাকা নিয়ে বাংলদেশের কোন আপত্তি নেই।
এদিকে চীন বলেছে, বাংলাদেশের যত টিকা প্রয়োজন তত টিকা দিবে । এর জন্য সমোঝতা চুক্তি সই হবে ৬ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার মাধ্যমে।
শুধু বেইজিং নয় বাংলাদেশের নজর রয়েছে মস্কোর দিকে। রাশিয়া টিকা তৈরি প্রযুক্তি বাংলাদেশে দিতে রাজি ।তবে শর্ত হলো – এই প্রযুক্তি অন্য কোন দেশকে দিতে পারবেনা । বাংলাদেশ ও এই শর্তে রাজি বলে জানান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন , এই বিষয় খসরা চুক্তি প্রায় চূরান্ত।
কয়টা কম্পানিকে রাশিয়া করোনা ভ্যাকসিন তৈরি করার প্রযুক্তি দিতে পারে এমন প্রশ্নের জবাবে পরাষ্ট্রমন্ত্রী বলেন , রাশিয়া ঠিক করবে কয়টা কম্পানিকে দিবে ।
দুই- মাসের মধ্যে মধ্যে রাশিয়ার টিকা তৈরি প্রযুক্তি আসবে বলে জানান পরারাষ্ট্র মন্ত্রী। বাংলাদেশ টিকা প্রাপ্তির দিয়ে কোন সংশয় নেই বলে তিনি জানান।
অন্যদিকে,জুন-জুলাইয়ের আগে ভারত থেকে টিকার নতুন চালান আসার সম্ভবনা নেই – জানিয়েছেন ভারতের সিরাম ইনস্টিটিউট। ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা না দেওয়ার ঘোষনা দেয়। গত বছর নভেম্বরে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা আমদানির চুক্তি করে বাংলাদেশ । চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর দেখা দিয়েছে টিকা প্রাপ্তির শংকা। প্রথম ডোজ দেওয়া ব্যক্তিদের বড় একটি অংশের দ্বিতীয় ডোজ প্রাপ্তিতে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।
এরই মধ্যে সিরামের প্রধান নির্বাহী জানিয়েছে, ভারতে চাহিদা বেড়ে যাওয়ায় আগামী দুই মাস কোন দেশে টিকা রপ্তানি করতে পারবেন ভারত। জুন-জুলাই মাসে সীমিত পরিষরে টিকা রপ্তানি করেত চায় ভারত। ভারতের সংকটের কথা জানিয়ে শিঘ্রই চুক্তির বাকী টিকা মিলবে বলে জানিয়েছন, ঢাকায় নিযু্ক্ত হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন