পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসবে শপথ গ্রহন করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার সকাল ১১ টায় । মততা বন্ধ্যাপ্যাধায় মুখ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। মমতা বন্দ্যোপাধ্যায় তিন হচ্ছেন পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী।
করোনার কারনে শপথ অনুষ্ঠান ছোট করে সাজানো হয়। এই অনুষ্ঠানে থাকবে সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসবে ক্ষমতা গ্রহন করলেও করোনা পরিস্থিতিতে ছোট করেই করা হবে তার শপথ অনুষ্ঠান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে ছিলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য , উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ছাড়াও আরো আনেকে।
ভারতের নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধীপক্ষ বিজেপি যদিও গত কয়েক মাস ধরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মরিয়া হয়ে চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত জয়।
২০২১ সালের নির্বাচনে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।
সোমবারই রাজ্যপাল ধনখড়ের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন মমতা ব্যানার্জী। রাজ্যে নতুন সরকার গঠনের আগের প্রথা মেনেই এই পদত্যাগ করেন তিনি। পরে টুইট করে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং তা গৃহীতও হয়েছে।
আরো পড়ুন>>
- মমতা বন্দ্যোপাধ্যায়কে মুদির শুভেচ্ছাবার্তা।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় লাভে- উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুইট দেব-মিমি-নুসরাতর।
- তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসবে শপথ গ্রহন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- ভারত ভ্যাকসিন আপাতত দিচ্ছেনা বিকল্প পথে হাটছে বাংলাদেশ।
ইবাংলানিউজ২৪/
পশ্চিমবঙ্গের-মুখ্যমন্ত্রী-হিসবে-শপথ পশ্চিমবঙ্গের-মুখ্যমন্ত্রী-হিসবে-শপথ পশ্চিমবঙ্গের-মুখ্যমন্ত্রী-হিসবে-শপথ
মন্তব্য করুন