আমেরিকান নাগরিকদের চীনা ৪৯টি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ নিষেধাজ্ঞা।
আমেরিকার সেনাবাহিনীর সাথে এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনোয়োগ বানিজ্যের সম্পর্ক রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক আদেশে এই বিনিয়োগ-বানিজ্যের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করতে চাচ্ছেন। আরো জানা যায় আগামী ২রা আগস্ট এই নতুন নির্বাহী আদেশ কার্যকর হতে যাচ্ছে।
এদিকে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠাতা হুয়াওয়েসহ মোট ৫৯টি প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতাধীন আসবে বলে জানায় বিবিসি। বিবিসির এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।
তবে এমন হঠকারী আদেশের বিরুদ্ধে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিবে বলে জানায় চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন কি ধরনের পদক্ষেপ নিবেন তার ইঙ্গিত দেন। আমেরিকার আদেশ কার্যকর হওয়ার আগেই।
মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন বলন, চীনের প্রতিষ্ঠানের অধিকার আদায় এবং বৈধ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং আইন অনুযায়ী তাদের সহায়তার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।র আগে মার্কিন নাগরিকদের ৩১টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পরে আরও প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হতে পারে।
চীনের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের অভিযোগ, চীন আন্তর্জাতিক পর্যায়ে আগ্রাসী এবং নিজেদের দেশের ভেতরে অত্যাচারী আচরণ করছে।
নিউজ সংগ্রহঃ প্রথম আলো এবং বিবিসি থেকে।
মন্তব্য করুন