পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দেশে উত্তর কোরিয়া । কোরিয়াতে চলছে লকডাউন অথচ নেই কোন ইন্টারনেট, নেই টিভি চ্যানেল। যদিও একটি টিভি চ্যানেল আছে । তাও চলে সরকারে মদতে । আর এরই মাঝে উত্তর কোরিয়ার দেশের মানুষের প্রতি নতুন আইন। যা উত্তর কোরিয়াবাসিকে আরো কোনঠাসা করবে। উত্তর কোরিয়া প্রেসিডেন্টের আইন বিদেশি সিনেমা পোষাক , চাল চলনে বিরুদ্ধে । উত্তর কোরিয়ায়ঃনতুন আইনে বিদেশী ভিডিও ক্লিপ থাকলে মৃত্যুদন্ড।
সম্প্রতি দেশটিতে জারি করা এক আইন অনুসারে বিদেশী , পোষাক , পরিচ্ছেদ এবং বিদেশী-সিনেমার কোন ভিডিও ক্লিপ সহ কাউকে পাওয়া গেলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড।
এদিকে বিবিসি এই আইনেকে বিদেশীদের সাথে বিনা হাতিয়ারের যুদ্ধ বলে আক্ষায়িত করেছেন।
আইনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া জাপান, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রের কোন ভিডিও কারো কাছে পাওয়া গেলে তাকে ঝুলতে হবে ফাঁসিতে। উত্তর কোরিয়ায়ঃনতুন আইনে বিদেশী ভিডিও ক্লিপ থাকলে মৃত্যুদন্ড।
এমন আইন উত্তর কোরিয়াবাসীর জন্য মরার উপর খাড়ার হিসেবে দেখছেন উত্তর কোরিয়ার মানুষ । কিন্তু জনগনের কথা তুয়াক্কা না করেই দেশ চালাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।
সম্প্রতি উত্তর কোরিয়ার রাষ্ট্রিয় মাধ্যমকে দেওয়া এক চিঠিতে , দেশেটির তরুণ সমাজের মধ্যে অনৈতিক,রাজনৈতি, ব্যক্তিকেন্দ্রিক ও সমাজতান্ত্রীক মনোভাব দেখলেই তার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কিম।
এদিকে বিট্রিশ গনমাধ্যম বিবিসি জানায়, বিদেশী সিনেমা, পোষাক, চালচলন উত্তর কোরিয়া থেকে চির তরে নিমূল করার জন্য এর প্রতি যুদ্ধ ঘোষণা করেছে কিম।উত্তর কোরিয়ায়ঃনতুন আইনে বিদেশী ভিডিও ক্লিপ থাকলে মৃত্যুদন্ড।
নতুন আইনে বিদেশী সিনেমা , পোষাকে কে প্রতিক্রিয়াশীল বলা হয়েছে। এ ছাড়া কিম নিজেও বিদেশী সিনেমা , পোষাক-আষাক, চালচলনকে মারাত্মাক বিষ বলে আক্ষায়িত করেছেন।তার এই আদেশে ক্ষুব্ধ উত্তর কোরিয়ার সাধারন মানুষ। যদিও এগুলোর কোন কিছুরই তুয়াক্কা করেন না কিম। -সময় টিভি। উত্তর কোরিয়ায়ঃনতুন আইনে বিদেশী ভিডিও ক্লিপ থাকলে
মন্তব্য করুন