ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মেরেছে ফ্রান্সের জনগন।
ফ্রান্সের জনগনের সাথে কুশল বিনিময় করতে যাওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে চর মেরেছে একজন ।
মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোম নামক এলাকায় এমন ঘটনা ঘটে বলে আল-জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে প্রথম আলো।
এই ঘটনার সঙ্গে জরিত দুই জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির খবরে বলা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়ে পড়ে ইমানুয়েল ম্যাক্রনের চর মারার ভিডিও ক্লিপ। ভিডিওতে দেখা যায় ব্যারিকেড দেওয়া কিছু মানুষের মধ্যে থেকে ম্যাক্রন হাত মিলিয়ে কুশল বিনিময় করতে গেলে তাকে চর মারে একজন।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
Emmanuel Macron giflé: un témoin BFMTV filme l'agression d'un autre angle pic.twitter.com/mP907RtTki
— BFMTV (@BFMTV) June 8, 2021
মন্তব্য করুন