সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল । ইসরায়েলের এই বিমান হামলায় সিরিয়ায় কমপক্ষে ১১ জন মারা গেছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে জানিয়েছে জার্মান ভিত্তিক অনলাইন নিউজ পোর্টল ডয়েস ভেলে। আবারও সিরিয়ায় বিমান হামলা করেছে ইসরায়েল।
ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বরাত দিয়ে ডয়েস ভেলে আরো জানায়,গত মঙ্গলবার ইসরায়েলের বিমান থেকে হোমস, হামা, লাতাকিয়া প্রদেশ এবং রাজধানী দামেস্কে বেশ কিছু হামলা চালানো হয়৷
হোমস নগরীর কাছের গ্রাম খিরবেতের কাছেই হেজবুল্লাহর একটি অস্ত্রের গুদাম রয়েছে৷ সেখানে ইসরায়েলের চালানো বিমান হামলায় ১১ জন প্রাণ হারায়৷ আবারও সিরিয়ায় বিমান হামলা করেছে ইসরায়েল।
বার্তা সংস্থা এএফপিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান বলেন, ‘‘কমপক্ষে সাতজন সেনাসদস্য এবং ন্যাশনাল ডিফেন্স ফোর্সের চারজন মিলিশিয়া মারা গেছেন৷”
ইসরায়েল ও হামাসের মধ্যে টানা ১১ দিনের যুদ্ধের পর এই প্রথম সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল৷ ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নেয় হামাস ও ইসরায়েল৷ সিরিয়ায় বিমান হামলা সিরিয়ায় বিমান হামলা সিরিয়ায় বিমান হামলা
২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হয়৷ এরপর থেকে সিরিয়ার ওপর অনেক বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷
গাজায় যুদ্ধ থামাতে রাজি হল ইসরায়েল-হামাস
তথ্য সূত্রঃ DW
মন্তব্য করুন