সেই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেনেক শভিনের সাজা হয়েছে ২৪ বছর ৬ মাসের।
গত বছর মিনেয়াপোলিসের রাস্তায় আফ্রিকান ও আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডোর মৃত্যুর ঘটনায় ডেরেক শভিনকে দোষী সাবস্থ্য করেন মার্কিন আদালত।
ঐ মামলায় ডেরেক চৌভিনকে ২২ বছর ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
৪৫ বছর বয়সী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকতার বিরুদ্ধে আনা হয় ৩টি অভিযোগ।
এই তিনটি অভিযোগের উপর ভিত্তি করেই ডেরেক শভিনকে ২২ বছর ৬ মাসের কারাদন্ড দেয়
মার্কিন আদালত।
উল্লেখ্য, গত বছর ২৫ মে ফ্লয়েডকে ডেনেক শভিন নামে শ্বাতাঙ্গ পুলিশ কর্মকর্তা জাল নোট থাকার অভিযোগে ঘাড়ে হাটু চেপে ধরে নয় মিনিট বসে ছিলেন।
সেই সময় ফ্লয়েড চিৎকার করে বলেছিলো, আমি নিশ্বাস নিতে পারছিনা, আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে!! বলতে বলতেই এর কিছু ক্ষণের মধ্যে মারা যান ফ্লয়েড ।
এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে । অবশেষে ডেরেক শভিনকে দোষী সাব্যস্ত করে আমেরিকান আদালত ২২ বছর ৬ মাস সাজা দেন।
মন্তব্য করুন