আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, আফগানিস্তানে রক্তের বন্যা এড়াতেই তিনি ‘পালিয়ে’ এসেছেন।
আশরাফ ঘানি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘আমার বিশ্বাস আমি যদি কাবুলে থেকে যেতাম , তবে অনেক দেশপ্রেমিক নাগরিক শহীদ হতেন। আর কাবুল একেবারে ধ্বংস হয়ে যেত। রক্তের বন্যা এড়াতে আমি পালিয়ে এসেছি।’
মহান আল্লাহর প্রশংসায় শুরু করা স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আজ আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সশস্ত্র তালেবান বাহিনীর মুখে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে। যে দেশটা আমি বিগত বিশ বছর আমার জীবন দিয়ে আগলে রাখতে চেয়েছি।
তিনি বলেন, তালেবানরা এই শহরে এসেছিলো রক্তপাত ঘটাতে। কাবুল এবং তার মানুষের উপর হামলা করতে।
তিনি আরও বলেছেন, ‘তালেবানরা জিতে গেছে। তারাই এখন নাগরিকদের সম্মান, সম্মতি ও সুরক্ষার দায়িত্ব পালন করবেন।’ ঘানি উল্লেখ করেন, ‘তারা আমাদের হৃদয় থেকে বৈধতা অর্জন করতে পারেনি। ইতিহাস কখনো বিকৃত ক্ষমতাগ্রহণকারীকে বৈধতা দেয় না।
এটি একটি ঐতিহাসিক চ্যালেঞ্জ উল্লেখ করে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ‘এটি ঐতিহাসিক পরীক্ষা, হয় তারা আফগানিস্তানের নাম ও সম্মান রক্ষা করবে, নয়ত অন্য কোন স্থান ও শক্তিকে অগ্রাধিকার প্রদান করবে। আফগানিস্তানের সকল জনগণ, জাতিগোষ্ঠী, নারীদের বৈধতা ও মানুষের মন জয় করা এখন তালেবানদের প্রয়োজনীয় এক কাজ।’
মন্তব্য করুন