প্রথমবারের মতো নদী পথে সীমান্ত সংযোগ হলো – ভারতের সাথে বাংলাদেশের । বাংলাদেশর খাগড়াছড়ির ফেনী নদীর উপর চালু হয়েছে এই মৈত্রী সেতু । ভার্চুয়ালী উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বাংলদেশের প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, রাজনীতিতে সীমান্তরেখা বানিজ্যে কোন বাধা হতে পারে না।
নদীপথে বাংলাদেশর চট্রগ্রামের রামগড় সীমান্তের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমর সীমান্তে ফেনী নদীর উপর নির্মিত হয়েছে এই মৈত্রী সেতু ।
ভারতে সরকারের অর্থায়ানে প্রায় ২ কিলোমিটার সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে ৫ বছর। গত মুঙ্গলবার (০৯/০৩/২০২১) ভার্চুয়ালি সেতুটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী।
এই অনুষ্ঠানে বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেন, ভারতেকে সহযোগীতা করতে বাংলাদেশ সরকারের অব্যহত প্রতিশ্রুতি স্বাক্ষ্য হিসেবে এই মৈত্রী সেতু।
তিনি বলেন, এই সেতু দুইদেশের সঙ্গে শুধু সেতু বন্ধনই রচনা করবে না, বরং ব্যবসা-বানিজ্য ও অর্থনৈতিক উন্নায়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্রগ্রাম পোর্ট নয় চট্রগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর ত্রিপুরা বাসী ব্যবহার করতে পারবে। আমরা ভুলিনাই ১৯৭১ সালে কিভাবে আমার জনগনকে আপনারা আশ্রয় দিয়েছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন,রাজনীতিতে সীমান্তরেখা বানিজ্যে কোন বাধা হতে পারে না।
একই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই সেতু দুই দেশের মৈত্রী বন্দন , সুদৃঢ় করার পাশাপাশাশি অর্থনৈতিক সম্ভবনা বাড়াবে। সেই সাথে পর্যটন খাতে নতুন প্রাণ সঞ্চালন করবে।
সাব্রুমর ও রামগড়ের এই সেতু দিয়ে ভারত বাংলাদেশর যোগাযোগ ও বন্ধুত্ব আরো সুসংহত হবে । এতে শুধু ভাতর ও বাংলাদেশ নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলো যোগাযোগ সম্প্রসারন করতে পারবে।
বাংলাদেশ ভারতের সীমান্তে স্থলসীমা ৪ হাজার কিলোমিটার । এই চারহাজার কিলোমিটারের সীমান্তে জায়গাজুড়ে রয়েছে বাংলাদেশের ব্রহ্মপুত্র , পদ্মা, ইছামতী বা ফেনী নদীর মতো অনেক নদী যা দুই দেশকে আলাদা করেছে।
ইবাংলানিজ২৪.কম/তথ্যসূত্রঃ চ্যানেল২৪,,বিবিসি বাংলা,,বাংলাদেশ প্রতিদিন।
মন্তব্য করুন