রবিবার ১৪ মার্চ অ্যাস্ট্রাজেনাকার পিএলসি বলেছ, তাদের কোভিড ১৯ টিকা দেওয়া ব্যক্তিদের সব তথ্য পর্যালোচনা করে দেখেছে অ্যাস্ট্রাজেনাকার টিকা রক্ত জমাট বাঁধার না। অ্যাস্ট্রাজেনাকা তাদের টিকা নিয়োমিত নিরাপত্তা পর্যবেক্ষণ করছে।
ইউরোপী ইউনিয়ন সহ যুক্তরাজ্যের ১৭ মিলিয়নের বেশি মানুষেকে টিকা প্রদান করা হয় । তা থেকে অ্যাস্ট্রাজেনাকা টিকার তথ্য উপাত্ত সংগ্রহ করে জেনেছে কোভিট-১৯ রক্ত জমাট বাঁধাটের তথ্য পাওয়া যায়নি। তাবে তারা তাদের পর্যালোচনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
অ্যাস্ট্রেজনাকা আরো জানায় , আগামী সপ্তাহে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির ওয়েব সাইটে কোভিট-১৯ এর নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ হবে। তাতে করে মানুষে টিকার বিষয় অনেক তথ্য জানতে পারবে।
অ্যস্ট্রাজেনাকা দাবি করছে, ৬০ হাজারের বেশি সেচ্ছেসবীর দেহে ক্লিনিক্যাল ট্রায়ালে রক্ত জমাটের কোন তথ্য প্রমান পাওয়া যায় নি।
আমেরিকান প্রেসিডেন্টের চীফ অফ মেডিক্যাল এডভাইজার ফাউসি বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে , যেহেতু এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।
তিনি সিএনএনের এক প্রোগ্রামে আরো বলন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যা ইউরোগ, ল্যাটিন আমেরিকা ও মার্কীন যুক্তরাষ্ট্রে আবির্ভূত ।
তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা গুরুতর রোগ , মৃত্যু এবং হাসপাতালের ভর্তি থেকে রক্ষা করবে জানায়।
ইবাংলানিউজ২৪.কম/
মন্তব্য করুন