ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে দুর্ঘটনাবশত কূপে পড়ে নারী-শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাতে রাজ্যের কুশিনগর জেলার নেবুয়া নাউরানগিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও ছয়জন কন্যাশিশু রয়েছে। তারা সবাই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিল।
পুরোনো কূপটি কংক্রিটের একটি স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। বিয়ের অনুষ্ঠানে আসা কিছু অতিথি স্ল্যাবটির ওপর বসেছিল। একপর্যায়ে স্ল্যাবটি ভেঙে তারা কূপে পড়ে যায়। পরে তাদের কূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহতও আছে।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অখিল কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেন, বিয়ের অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩।
লোকজনের ভারে স্ল্যাবটি ভেঙে কূপে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান পুলিশ কর্মকর্তা অখিল কুমার।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ ঘটনাকে ‘হৃদয় বিদারক’ হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হতাহতের ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন