জনপ্রিয় সংগীত শিল্পি বাপ্পি লাহিড়ি করোনায় আক্রান্ত। মুম্বাইয়ে এক সংবাদ মাধ্যমকে বাপ্পি লাহিড়ির মুখপাত্র জানায়, বাপ্পি লাহিড়ি সব ধরনের স্বাস্থ্য বিধি মানার পরও তিন করোনায় আক্রান্ত হয়েছেন।
বত্যমানে বাপ্পি লাহিড়ি বিশেষজ্জ চিকিৎসকের আওতায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বাপ্পি লাহিড়ির সাথে যারা মিশেছে তাদের কোরনা টেস্ট করা হচ্ছে ।
চলতি মাসেই করোনা টেস্টের জন্য নাম তালিক ভুক্ত করেছিলেন বাপ্পি লাহিড়ি । কিন্তু টিকা নিযেছেন কিনা জানা যায় নি।
উল্লেখ্য এরই মধ্যো করোনায় আক্রান্ত হয়েছেন ইন্ডিয়ার অনেক সুপারস্টার তাদের মধ্যে আছেন, আমির খান, রনবীর কাপুর পরেশ রাওয়াল, মাধব সহ আরো অনেকে।
তথ্য সূত্র: আন্দবাজার পত্রিকা।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন