মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আজ ঢাকায় আসছেন।
জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌছে দিতে আজ শুক্রবার ঢাকায় আসছেন তিনি। জন কেরি আজ সকাল সাড়ে ১১ টায় নয়া দিল্লি থেকে তিনি ঢাকায় পৌছাবেন। বিকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন জন কেরি । পরে যৌথ সংবাদ সম্মেলনে যোগদিবেন জন কেরি।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলা প্রতিশ্রুতির অংশ হিসবে জানুয়ারিতে ক্ষমতা গ্রহন পর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন । তিনি দায়িত্ব নেওযার পর যুক্তরাষ্ট্রেএ ফিরিয়ে আনেন প্যারিস জলবায়ু চুক্তি । যা থেকে চার বছর আগে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ট্রাম্প প্রসাশন।
গত জানুয়ারিতে বাইডেন ঘোষনা দেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান প্রাধান অর্থনীতির দেশগুলোর সাথে লিডারস সামিটের আয়োজন করবেন । এরপর মার্চের শেষে সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০টি দেশের বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানান বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউজ জানিয়েছে , আগামী ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসে ভার্চুয়াল আলোচনা শুরু হবে দুই দিনের । এই আলোচনায় অংশ নিবেন ৪০ টি দেশের রাষ্ট্র প্রধানেরা।
ইবাংলানিউজ২৪/
- জন কেরি ঢাকায়
- জন কেরি ঢাকায়
- জন কেরি ঢাকায়
মন্তব্য করুন