মিয়ানমারের বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলিতে ৬০ জন নিহত।
মিয়ানমারে সরকারবিরোধী প্রতিবাদে জনগনের উপর গুলি করে ৬০ জন নিহত করেছে মিয়ানমার সেনাবাহিনী।রেডিও ফ্রি এশিয়া খবরে বলা হয় , শুক্রবার রাতে সেনাবাহিনী বাড়ী বাড়ী গিয়ে আভিযান চালায় । । বিক্ষুভ দমনে বন্দুকের পাশাপাশি মেশিনগান, মটরশেল এবং টিয়ারশেল ব্যবহার করে। হত্যার পর মরদেহ সরিয়ে ফেলে স্তুপ করে রাখা হয়।
রেডিও ফ্রি এশিয়ার ওয়েব সাইটে প্রকাশিত তথ্য মতে, মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া পর এই পর্যন্ত ৬৫০ জনকে হত্যা করা হয়েছে। এদিকে মিয়ানমার থেকে শত শত মানুষ ভারত সিমান্তে সরনার্থী হিসেবে আশ্রয় নেওয়া চেষ্টা করছে খবর ব্রিট্রিশ গনমাধ্যম বিবিসি। এই পর্যন্ত সামরিক জ্যান্ত আদালত ১৯ জনকে মৃত্যূদন্ড দিয়েছে।
গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকাকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক জ্যান্তা সরকার।
সেনাবাহিনীর গুলি
সেনাবাহিনীর গুলি
মন্তব্য করুন