অবশেষে ওমানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের হাফ ছেড়ে বাঁচার মতো একটা জয় দেখলো বিশ্ব ।
উদ্বোধনী ম্যাচে আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ডের বিপক্ষে লজ্জার হার পর ওমানের বিপক্ষে জয় না পেলে হতাশায় ডুবে যেতো কোটি বাংলাদেশী ক্রিকেট প্রেমিদের হৃদয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো মাহমুদউল্লাহর দলকে।
সহযোগী দুই সদস্যের বিপক্ষে এই বিদায়ে বাংলাদেশের ক্রিকেটের ‘এপিটাফ’ লেখা হয়ে যেতো। শেষ পর্যন্ত তা হতে দেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ওমানকে ২৬ রানে হারিয়েই মূল পর্বে খেলার সম্ভবনা বাঁচিয়ে রাখলো টাইগাররা।
মন্তব্য করুন