মোবাইল ফোনের স্ক্রিন থেকে ট্রানজিস্টর—ধীরে ধীরে প্রযুক্তিপণ্যগুলোতে ধাতুর জায়গা দখল করে নিচ্ছে অধাতু। প্রকৌশলী ও বিজ্ঞানীদের এ ক্ষেত্রে সর্বাধিক পছন্দ গ্রাফিন ।
সিলিকন–পরবর্তী ইলেকট্রনিক পণ্যে এটির বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে গ্রাফিননির্ভর ট্রানজিস্টরকে। বিশ্বের মাইক্রোপ্রসেসর উৎপাদকারীরাও গ্রাফিননির্ভর কম্পিউটার ট্রানজিস্টর নিয়ে গবেষণায় এখন বেশ সক্রিয়।
এমনকি সেমিকনডাক্টর শিল্পের কৌশলগত পরিকল্পনাপত্র ‘সেমিকন্ডাক্টরের জন্য আন্তর্জাতিক প্রযুক্তি রোডম্যাপ (আইটিআরএস)’ গ্রাফিনকে সিলিকন–পরবর্তী ইলেকট্রনিক পণ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে।
গ্রাফিন নিয়ে এত আগ্রহ, এত গবেষণার অন্যতম কারণ এর দুর্দান্ত গতিশীলতা। তবে বিজ্ঞানভিত্তিক
এই খবরের বিস্তারিত পড়ুন>> প্রথম আলো তে।
মন্তব্য করুন