বাংলাদেশ থেকে কোরিয়াতে Dirty Dangerous Difficult এই তিন কাজে সার্কোলার শিঘ্রই
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেট (বোয়েসেল -bosel) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ কোরিয়াতে লোক নিয়োগের সার্কোলার শিঘ্রই প্রকাশিত হবে বলে জানায় ।
তারা আরো জানায়, ইপিএস-এর আওতায় স্বল্প ব্যয়ে উচ্চ বেতনে 3D (Dirty Dangerous Difficult) কাজে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণে জন্য অনলাইন নিবন্ধন আবশ্যক।
২০২৩ সনে নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে কোরীয় ভাষা পারদর্শীদের নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতি চলছে, প্রস্তুতি সম্পন্ন শেষে অচিরেই এ পেইজে বিজ্ঞাপন প্রচার করা হবে। সম্ভাব্য বিজ্ঞাপন প্রচার ফেব্রুয়ারির ২য় সপ্তাহ, নিবন্ধন ফেব্রুয়ারি ৪র্থ সপ্তাহ, পরীক্ষা এপ্রিল-এর ১ম সপ্তাহ। তাছাড়া পূর্বের ন্যায় স্কীল টেস্ট পৃথকভাবে অনুষ্ঠিত হবে।
এদিকে 3D (Dirty Dangerous Difficult) পদ্ধতিতে কোরিয়াতে লোক নিয়োগ বিষয় ফেসবুকে বিভিন্ন জনের মন্তব্য ঘুরে বেরাচ্ছে । জানা জনের মনে নানান প্রশ্ন , নানান চিন্তা । আসলে 3D (Dirty Dangerous Difficult) কি ।
3D (Dirty Dangerous Difficult) বিষয় টা তা জানাতে ইপিএস বাংলা ফেসবুক গ্রুপে Mohammad Piyas Hossain নামে একজন লিখেছেন, নতুন সার্কুলারে 3D (Dirty, Dangerous, Difficult) কাকে বলে/ কি?
উত্তর: কোরিয়াতে নতুন সার্কুলার হলে সেখানে 3D কাজে আগ্রহী ব্যক্তির কথা বলা হয়েছে।
3d বলতে সাধারণত ইংরেজীতে নিম্নোক্ত শব্দ কয়টিকে বুঝানো হয়েছে। নিচে অর্থ সহ উল্লেখ করা হল:
Dirty (নোংরা/ময়লা): কোরিয়াতে প্রবেশ করার পর অনেক ভাইদের অপরিষ্কার, ময়লা, নোংরা জাতীয় কাজ করতে আগ্রহী হয়। যা স্ব-ইচ্ছায় করতে চায় না, বিভিন্ন প্রশ্ন মনের ভিতর আসে, তখন কারনে অকারনে কোম্পানি ছাড়ার কথা ভাবে।
যাবতীয় অপরিষ্কার, নোংরা ময়লা জাতীয় কাজকে Dirty বলে।
Dangerous (বিপদজনক): আমরা কোরিয়া যাই সাধারনত অনেক টাকা বেতন পাওয়া যায় এটা জানি। কিন্তু কাজ কেমন হবে এটা জানা জানা থাকে না। এখন বিষয় হলো, আপনার কোম্পানির কাজ বিপদজনক ও হতে পারে। মানে কাজের সময় যে কোন দুর্ঘটনা হতে পারে, সমস্যা হতে পারে। এমন কাজের চিন্তুা ভাবনা, পূর্ব প্রস্তুতি সবার থাকে না। তখন কাজ দেখে অনেক ব্যাক্তি বিভিন্ন সমস্যা সৃষ্টি করে,নিয়মিত কোম্পানিতে উপস্থিত থাকে না, অছিলা খোঁজে, কোম্পানি পরিবর্তন সহ বিভিন্ন কাহিনী হয়। এসব বিপদ জনক কাজকে বুঝানো হয়েছে Dangerous নামক ইংরেজী শব্দ দ্বারা।
Difficult (কঠিন): আমরা যখন দোশে থাকি ইচ্ছা স্বপ্ন একটাই, কোরিয়া যাব, টাকা রোজগার করব প্রচুর। যত কষ্টের কাজই হোক, সব করব, টাকা, টাকা, টাকা। কিন্তু অনেক কাজ আছে যা কঠিন, করতে মন চায় না, যা কখনও দেশে করা হয় নাই। ১০/২০ কেজি ওজনের বস্তাও কখনও বহন করি নাই, এমন বিভিন্ন ধরনের কঠিন কাজ করতে হয়৷ এই ধরনের কঠিন কাজগুলো Difficult বলা হয়েছে।
উপরোক্ত সব গুলোকে একত্রে সাধারণ 3D বলা হয়।
আশা করি যেসকল ভাইয়ের প্রশ্ন ছিল বুঝতে পারছেন।
কথা গুলো সম্পূর্ণ আমার চিন্তা ভাবনা থেকে লেখা। ভুল কিছু হলে জানাবেন, সংশোধন করার চেষ্টা করব।
আস্তাগফিরুল্লাহ
আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ
অন্যদিকে ফেসবুকে কমেন্ট লিখেছেন, যদি এমন হয় এই সারকুলার থেকে যাদের নিবে তাদের এইরকম কাজ করতে হবে । তাহলে বিষয়টা সুখকর না। কঠিন কাজের কম্পানি সহজে রিলিজ দেয় না। এমনভাবে নোংরা বিপদ জনক কঠিন। এমন ভাবে উল্লেখ করে কখন সারকুলার দেয় না ।
মন্তব্য করুন