১ জুলাই কঠোর লকডাউনে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার ০১ জুলাই ভোর ৬টা থেকে আগামী ৭ জুলাই বুধবার মধ্যরাত পর্যন্ত সাত দিন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপণের সারমর্মে জানানো হয়েছে, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ীর বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ৩০ জুন জারি করা প্রজ্ঞাপণে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস যেহেতু বন্ধ থাকবে সেহেতু অফিসে যাওয়া যাবে না।
সড়কে যন্ত্রচালিত যানবাহন চালানো যাবে না। রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ ফ্লাইটসহ) ও কোনও ধরনের স্বচালিত যানবাহন চালানো যাবে না। শপিংমল-মার্কেটসহ দোকানপাট খোলা যাবে না।
কোনও ধরনের পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে যাওয়া যাবে না। এগুলো বন্ধ থাকবে। কোনও প্রকার জনসমাবেশ করা যাবে না।
বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টিসহ রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান করা যাবে না। এসব অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।
উক্ত প্রজ্ঞাপণে আরো বলা হয়,কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বদ্ধ ঘরে করা যাবে না। এসব বাজার খোলা মাঠে বা উন্মুক্ত স্থানে বসাতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টার পর এসব বাজারে বেচাকেনা করা যাবে না।
অর্থাৎ বিকাল ৫টার পর এসব বাজার বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) কোনওভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
রাত ৮টার পর খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করতে হবে। সকাল ৮টার আগে এসব হোটেল রেস্তোরাঁ খোলা যাবে না। খোলাকালীন খাবার বিক্রি হবে অনলাইন বা টেক অ্যাওয়ে পদ্ধতিতে। বসিয়ে খাবার খাওয়া বা খাওয়ানো যাবে না। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই মসজিদে যাওয়া যাবে।
এদিকে আইএসপিআর বলেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য আজ পহেলা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
মন্তব্য করুন