যুক্তরাষ্ট্রের টিকা অগ্রাদিকার তালিকায় বাংলাদেশের নাম নেই- পররাষ্ট্র মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের ঘাটতি পূরনের জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতে শুরু করে ।এই বিষয় মন্ত্রী বলেন, সবাই টিকা দিবে বলে। কিন্তু হাতে আসছে না।
পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহঃস্পতিবার ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কাছে ঔষধ দেওয়া সময়, রাষ্ট্রীয় অতিথি পদ্মায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে অনেক অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে জেনে সঙ্গে সঙ্গে তাদের অনুরোধ জানালাম। পরে জানা গেল, করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কম বলে যে দেশগুলোতে টিকা দেওয়া হবে তার অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ নেই। পরে অবশ্য আমরা জেনেছি আমাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে। এ ছাড়া কোভ্যাক্স থেকেও দেবে সেটা বলেনি। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
এদিকে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে যে টিকা দিচ্ছে, তাতে অগ্রাধিকারের তালিকায় আছে বাংলাদেশ। শিগগিরই যুক্তরাষ্ট্রের উপহারের এই টিকা বাংলাদেশে আসবে।
পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন অস্ট্রেলিয়ায় টিকা চেয়ে অনুরোধ করেছেন । অস্ট্রেলিয়াতে জনসংখ্যা ২৫ মিলিয়ন । আর তাদের সংগ্রহ টিকার পরিমান ৯৩.৮ শতাংশ। জনসংখ্যা অনুপাতে টিকা বেশি থাকায় মন্ত্রী অস্ট্রেলিয়ায় কাছে টিকা চান।
এই বিষয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার তাদের কাছে চেয়েছি । আমরা তাদের টিকা দেওয়ার জন্য বলেছি । তারা বলেছে দিবে। সবাই বলে দিবে ।কিন্তু হাতে আসছে না।
সূত্রঃ প্রথম আলো
মন্তব্য করুন