চীনা টিকা ভেরো সেল বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলো ।
গতকাল ২৩ শে জুন ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের (আইএমবিক্যামস) ভেরো সেল নামের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। চীনা টিকা ভেরো সেল বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলো ।
বিশেষজ্ঞরা মনে করছেন, চীনা টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন পেলে স্থানীয়ভাবে টিকা উৎপাদনে প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে সাহায্য করবে। চীনা টিকা ভেরো সেল বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলো ।
এর সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিরা জানিয়েছে দু্ই সপ্তাহের মধ্যে এই ট্রায়াল শুরু হতে পারে।
এর আগে ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের (আইএমবিক্যামস) ১৮ বছর বা তার বেশি বয়সীদের ওপর টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমোদনের অনুরোধ জানায়।
গত ২০২০ সালের আগস্ট মাসে চাইনিজ একাডেমি ও আইসিডিডিআরবি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা সংক্রান্ত একটি চুক্তি সই করে। চীনা টিকা ভেরো সেল বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলো ।
এই ট্রায়াল পরিচালনার জন্য আইসিডিডিআরবিকে প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে চাইনিজ একাডেমি । এই একাডেমির স্থানীয় এজেন্ট হচ্ছে ওয়ান ফার্মা।
এখন পর্যন্ত জনসংখ্যার অনুপাতে ৩ শতাংশেরও কম মানুষকে কোভিড*১৯ করোনা ভাইরাসের টিকা দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। চীনা টিকা ভেরো সেল বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলো ।
গত ৭ ফেব্রুয়ারী দেশে টিকা দান কর্মসূচি শুরু হলেও ভারতের সেরাম ইনস্টিউট টিকা সরবারহ বন্ধ করে বন্ধ রাখায় বাঁধার মুখে পড়ে বাংলাদেশের টিকা প্রধান কর্মসূচি।
ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুরকে বরাত দিয়ে ডেইলি স্টার জানায়, দুই সপ্তাহের মধ্যে ভেরোসেলের ক্লিনিক্যাল ট্রায়ার শুরু হবে।
আরো জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের উপর নির্ভর করেই দেশে শুরু ভেরো সেলে ক্লিনিক্যাল ট্রায়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বে-নজির আহম্মেদ বলেন, ট্রায়াল সফল হলে দেশে টিকা প্রাপ্তির বিষয়টা নিশ্চিত হবে।
পোলিও ও ইনফ্লুয়েঞ্জার টিকার মতো একটি নিষ্ক্রিয় টিকা ভেরো সেল। চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়াতে এ টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল হয়।
আইএমবিক্যামসের ভেরো সেল ছাড়াও ভারতের ভারত বায়োটেক ও বাংলাদেশের গ্লোব বায়োটেক গত বছর মানবদেহে এ টিকা ট্রায়ালের অনুমোদন চায়।
ডেইলি স্টারের প্রতিবেদন অবলম্বনে লিখেছেন নাবিহা জান্নাত/ইবিএন২৪
মন্তব্য করুন