শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পুজামণ্ডপ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজ ঢাকার শাহবাগ উত্তাল ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৪ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে।
এই সময় তারা সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা দেওয়াসহ সাত দফা দাবি জানায়।
এসব দাবি পূরণে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন বাংলাদেশ।
মন্তব্য করুন