রাজকুমারীর মর্যাদা ছেড়ে অবশেষে স্বামী কেই কোমুরাের সঙ্গে জাপান ছেড়েছেন মাকো কোমুরাে। গতকাল রােববার এই দম্পতি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। গত ২৬ অক্টোবর। | অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ | হন তাঁরা। রাজপরিবারের বাইরে কাউকে বিয়ে করার জন্য মাকো তার রাজ পদবি হারিয়েছেন।
তিনি জাপানের সম্রাট নারুহিতাের ভাইঝি। | পুলিশ ও টোকিও বিমানবন্দরের কর্মকর্তাদের কড়া পাহারায় মাকো দম্পতিকে একটি বাণিজ্যিক ফ্লাইটে তুলে দেওয়া হয়। উড়ােজাহাজে ওঠার | আগে সেখানে শ খানেক সাংবাদিক ও ক্যামেরাম্যানও উপস্থিত ছিলেন। কিন্তু এই দম্পতি কোনাে সাংবাদিকের প্রশ্নের জবাব দেননি।
মাকো ও কোমুরাের প্রথম দেখা ২০১২ সালে। সে সময় তারা টোকিওতে ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তেন। একসঙ্গে পড়াশােনার সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে তাঁদের বাগদান হয়, যা গত অক্টোবরে এসে বিবাহে রূপ লাভ করে। নিউইয়র্কে আইনজীবী হিসেবে কাজ করছেন কেই কোমুরাে। তাঁর আইন বিষয়ে পড়াশােনাও সেখানে। | জাপানের আইন অনুসারে রাজপরিবারের কোনাে নারী সদস্য যদি বাইরের কোনাে সাধারণ।
যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন জাপানের ‘রাজকুমারী’ মাকো ও তার বর | কেই কোমুরাে। এএফপি।
পুরুষকে বিয়ে করেন, তাহলে তিনি রাজকীয় মর্যাদা হারান। তবে পুরুষ সদস্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযােজ্য নয়। জাপানে সম্রাটের কোনাে রাজনৈতিক ক্ষমতা নেই। তবে তাকে গুরুত্বপূর্ণ | প্রতীকী ব্যক্তি হিসেবে ধরা হয়।
মাকোর রাজপদবি হারানাের পর ঐতিহ্য অনুযায়ী ১৩ লাখ মার্কিন ডলার পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি এই পারিবারিক অর্থ নিতে নিয়েছেন।
মন্তব্য করুন