Intention
লক্ষ্য ও উদ্দেশ্যঃ-
ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তির ছোঁয়া লাগার
পাশাপাশি সারা বিশ্বে বিরাজ করছে প্রযুক্তির সাজসাজ রব। তারই সাথে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত
বিজ্ঞান ও প্রযুক্তির নানা ঘটনা ও রটনা। অধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে
সারাবিশ্বে নতুন নতুন সব প্রযুক্তি ও উদ্ভাবন এবং আবিষ্কারের সাথে পরিচিত থাকার দরকার।
তারই বাস্তবতার নিরেখে টেক দুনিয়া ডটনেটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশসহ সারা বিশ্বে
ছড়িয়ে ছিটেয়ে থাকা বাংলা ভাষাভাষি লোকদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তির আলো পৌঁছে দেওয়া
। যাতে করে বাংলা ভাষাভাষি লোকজন প্রযুক্তি জ্ঞানে সমূদ্ধি লাভ করতে পারে।
আমার এই সাইটি কোন সংবাদপত্র নয়,সংবাদপত্রের
আদলে সৃষ্ট পারসোনাল ব্লগ।
এর মাধ্যমে আমি চেষ্ট করবো প্রযুক্তিকে স্বরূপে আপনাদের
সামনে তুলে ধরার জন্য।
নিত্য নতুন প্রযু্ক্তির খবর পাওয়ার জন্য
আমাদের সাথে থাকুন । সব সময় সাথে থাকার জন্য আমাদের ওয়েব সাইটে আপনাদের ইমেইল দিয়ে
সাবসক্রাইব করুন। ওযেব সাইটের ডান পাশ সাবসক্রাইব বাটন দেখতে পারবেন।
v আপনি যদি থাকে ফেইসবুকে-
v টেক দুনিয়া ডটনেট সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে অথবা আপনার মতামত জানাতে
চাইলে টেক দুনিয়া ডট নেটের ফুটার সাইটে “আপনার মতামত
দিন” অপশনে আপনার ইমেইল দিয়ে আপনার মতামত দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন।
সাথেই থাকুন...।