তারা কোন র্যাম্পের মডেল, জাতি জানতে চায় স্বাস্থ্য মন্ত্রীকে বিএনপির সংসদ সদেস্য জি এম সিরাজের প্রশ্ন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারন আলোচনায় অংশ গ্রহন করে বিএনপির সংসদ সদেস্য জি এম সিরাজা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী! মিঠু, আফজাল, আজাদ, রাজ্জাক, জাহের, সাজ্জাদ, হুমায়ুন, মামুন, সাত্তার, সাহেদ, মালেক তারা কোন র্যাম্পের মডেল, জাতি জানতে চায়। জাতি জানে, এরা দুর্নীতির মডেল। আর আপনি হলেন দুর্নীতির সুপারমডেল।’
এর আগে স্বাস্থ্য মন্ত্রী গত শনিবার হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার আয়োজিত ভার্চ্যুয়াল কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন.
স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির প্রকাশিত রিপোর্টটি মিথ্যা ও ভুল তথ্যসংবলিত দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাকালীন সংকটে দেশের স্বাস্থ্য খাত যখন বিশ্বব্যাপী প্রশংসিত, তখন টিআইবি স্বাস্থ্য খাতকে নিয়ে একটি অসত্য রিপোর্ট তুলে ধরেছে। টিআইবির রিপোর্টটি আগাগোড়াই ভুল তথ্যসংবলিত।
মন্ত্রী ঐ অনুষ্ঠানে আরো বলেছিলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির অভিযোগ তোলা অনেকের কাছেই এখন একটি ফ্যাশন, এটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। অথচ বেসরকারি হাসপাতালের টেস্টিং জালিয়াতি, একজন ড্রাইভার বা নিম্নপদস্থ কর্মচারীর দুর্নীতি বা বিচ্ছিন্ন কোনো কর্মকর্তার মাধ্যমে অস্বচ্ছতার খবর ছাড়া কেউ স্বাস্থ্য খাতের বড় কোনো দুর্নীতি দেখাতে পারেনি। এ ক্ষেত্রে যারাই স্বাস্থ্য খাতে অনিয়ম করেছে, তাদেরই আইনের আওতায় এনে বিচার করা হয়েছে।
বিএনপির সংসদ সদেস্য জি এম সিরাজ গত শনিবারের স্বাস্থ্য মন্ত্রীর কথার পাল্টা জবাবে আজ সংসদে এসব কথা বলেছেন ধারনা যায়।
এ দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে বিএনপির এই সাংসদ বলেন, ‘মাথা ঠিক থাকলে শরীর ঠিক থাকে। মাননীয় সংসদ নেতা, আপনি আপনার জিরো টলারেন্সের একটি নমুনা দয়া করে দেখান। বিশেষজ্ঞ, টেকনোক্র্যাট বসিয়ে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করুন। সেবা খাতটি রক্ষা পাবে। অব্যবহৃত টাকা ফেরত যাবে না। অসুস্থ স্বাস্থ্য খাত সুস্থ হবে।’
মন্তব্য করুন