কোভিড-১৯ করোনাভাইরাসের টিকা নিয়ে বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। টিকা নিয়ে বিএনপি
তিনি বলেন, ‘তাদের এ ধরনের অপপ্রচার জনস্বার্থবিরোধী। আর জনস্বার্থবিরোধী প্রচার দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।’
সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়ই হলো টিকা দেওয়া এবং মাস্ক পরা। সরকার গণটিকা কার্যক্রম শুরু করেছে, বিএনপি নেতারা এটা নিয়েও সমালোচনা করছেন। জনগণ যাতে টিকা না নেয় সেজন্য তারা অপপ্রচার চালান। সরকারের টিকা কার্যক্রম দলমত নির্বিশেষে সবার জন্য। সরকার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করা হয়।’
হাছান মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন লকডাউন দিয়ে রাখা কোনও সমাধান না বাংলাদেশের মতো দেশের জন্য। জীবিকাকে সচল করার জন্য সরকার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে অবশ্যই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।’
মন্তব্য করুন