ময়মনসিংহের ফুলবাড়ীয়ার রাধাকানাই ইউনিয়নে ফিলিপাইনের মেয়ের জয়ের মধ্যামেই বিদেশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা মেম্বার পেলো বাংলাদেশ।
নতুনদের সাথে পরিবর্তনের পথে’ স্লোগান নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত আসনে প্রার্থী হন তিনি। জয়ীও হন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ব্যবধানে ভােট পেয়ে। এখন তাঁকে নিয়ে সবখানেই চলছে আলােচনা। সামাজিক যােগাযােগমাধ্যমেও পড়েছে ব্যাপক সাড়া।
ইউপি সদস্য হয়ে সাড়া ফেলানাে এই নারীর নাম জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা। অনেকের কাছে তার পরিচিতি বিদেশি বধূ। জন্মস্থান ফিলিপাইনে হলেও বর্তমানে তিনি বাংলাদেশের নাগরিক। নামেও এসেছে পরিবর্তন। বাংলাদেশি ছেলেকে বিয়ে করে নাম বদলে হয়েছেন জেসমিন আক্তার জুলহাস।
এ নামেই তিনি রাধাকানাই ইউপির সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জেসমিন পান ৪ হাজার ৪৯৬ ভােট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ১ হাজার ৮৩৭ ভােট। ব্যক্তিগত আলাপচারিতায় জানা যায়, ফিলিপাইন থেকে প্রেট্রিয়াকা তথা জেসমিনের বাংলাদেশে আসার কথা।
তিনি জানান, মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে ফিশারিজ বিভাগে পড়াশােনা করেছেন তিনি। স্নাতক শেষে সিঙ্গাপুরে চাকরি করতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশি তরুণ জুলহাস উদ্দিনের সঙ্গে। সেই থেকে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই ২০১০ সালে ফিলিপাইনে তাঁদের বিয়ে। বিয়ের পর তিনি বাংলাদেশে চলে আসেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জেসমিন বলেন, এলাকাবাসী ও প্রতিবেশীরাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। নির্বাচনের আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলতাম, “আমি জুলহাসের বউ, সবাই আমাকে ভােট দেবেন।” সাধারণ ভােটাররা সবাই আমাকে সানন্দে গ্রহণ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার হার বাড়ানাে ও নারী-শিশুদের সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।

এদিকে, জম্মসূত্রে ফিলিপাইনের নাগরিক হলেও , বিবাহসূত্রে বাংলাদেশের নাগরিক জীন ক্যাটামিন প্রেট্রিয়াকা।
মন্তব্য করুন