সোমবার, এপ্রিল ২১, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি শেখ হাসিনাকে ফেরত চাইলো ঢাকা।

শেখ হাসিনাকে ফেরত চাইলো ঢাকা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংরি-লা হোটেলে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে গতকাল শুক্রবার স্থানীয় সময় মধ্যাহ্নের পর আধ ঘণ্টার বেশি সময় ধরে এই আলোচনা চলে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণও অন্তর্ভুক্ত ছিল, নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি দুই নেতার আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে বলেন, ‘বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কথা হয়েছে।

আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন। ভারতে অবস্থান করে শেখ হাসিনা যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যাকাণ্ড নিয়েও কথা হয়েছে।’

শফিকুল আলম আরও জানান, ‘গঙ্গার পানিচুক্তির মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে, তাই নতুন করে চুক্তি সম্পাদনের বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়েও কথা হয়েছে।’

গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে শফিকুল আলম মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তাঁরা কুশল বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে দীর্ঘক্ষণ ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।

বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস থাইল্যান্ড সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।”

Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read

ডিসেম্বরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব বৈদেশিক দেনা পরিশোধ হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব বৈদেশিক দেনা পরিশোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায়...

চীনে নতুনভাবে চালু হয়েছে ‘ট্যাক্স রিফান্ড’ সেবা

৮ এপ্রিল থেকে চীনে নতুনভাবে চালু হয়েছে ‘ট্যাক্স রিফান্ড’ সেবা। এর ফলে বিদেশি পর্যটকরা এখন পণ্য কেনার পর সহজেই কর ফেরত নিতে পারছেন, যা...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ধৈর্যের শেষ প্রান্তে: মার্কো রুবিও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান সম্ভব না হলে যুক্তরাষ্ট্র হয়তো এ বিষয়ে নিজেদের প্রচেষ্টা থেকে সরে আসতে পারে — এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয়...

চাল, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বেড়েছে,কমছে মুরগীর দাম।

বাজারে সরু চাল, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বেড়েছে, তবে ঈদ-পরবর্তী সময়ে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা কমেছে। বিক্রেতারা জানিয়েছেন,...
Related News

ডিসেম্বরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব বৈদেশিক দেনা পরিশোধ হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব বৈদেশিক দেনা পরিশোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায়...

চীনে নতুনভাবে চালু হয়েছে ‘ট্যাক্স রিফান্ড’ সেবা

৮ এপ্রিল থেকে চীনে নতুনভাবে চালু হয়েছে ‘ট্যাক্স রিফান্ড’ সেবা। এর ফলে বিদেশি পর্যটকরা এখন পণ্য কেনার পর সহজেই কর ফেরত নিতে পারছেন, যা...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ধৈর্যের শেষ প্রান্তে: মার্কো রুবিও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান সম্ভব না হলে যুক্তরাষ্ট্র হয়তো এ বিষয়ে নিজেদের প্রচেষ্টা থেকে সরে আসতে পারে — এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয়...

চাল, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বেড়েছে,কমছে মুরগীর দাম।

বাজারে সরু চাল, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বেড়েছে, তবে ঈদ-পরবর্তী সময়ে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা কমেছে। বিক্রেতারা জানিয়েছেন,...

 বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

  সম্প্রতি, ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ে ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here