পৃথিবীতে সব চেয়ে আপনজন বাবা- মা । আর বাবা-মার সাথেই সবচেয়ে স্থীয়ী এবং গভীরতম সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্ক জম্ম-জম্মান্তরের । আর এই বাবা-মার সাথে কয়েকটি আচরণ করলে , ভবিষ্যৎতে আপনার সাথেও হতে পারে।
চলুন জানি আচরণগুলো-
বাব- মার সাথে ১৫টি আচরণ ।
১) ঘরে ফিরেই বাবা-মার সাথে দেখা করুন এবং সালাম দিন।
কুশল বিনিময় করুন কিছু সময় তাদের সাথে গল্প করুন । আপনার সঙ্গ তাদের আনন্দ দিবে।
২) বাইরে বের হবার সময় কোথায় যাচ্ছেন তা বলে যান। জিজ্ঞাস করুন – তাদের জন্য কিছু আনতে হবে কিনা। সুযোগ থাকলে তারা যদি কিছু আনতে নাও বলে কিছু কিনে বাসায় ফিরুন। না চাইতেই পাওয়াতে তারা খুশি হবে।
৩) নিয়োমিত তাদের শারীক অবস্থার খোঁজ খবর নিন। অসুস্থ হলে তাদের সেবা বা চিকিৎসা করুন।
৪) বৃদ্ধ বয়সে মানুষ দ্বিতীয় শৌশবে ফিরে যায়। তাদের শিশু সুলভ আচারণে ক্ষুদ্ধ বা অসহিষ্ণু আচরন করবেন না বরং তাদের প্রতি সংবেদনশীল হোন বা তাদের প্রতি আরো বেশি করে সমমর্মী হোন।
৫) কথা কাজে কর্মে মতে অমিল হতেই পারে তাদের সাথে কিন্তু কোন ক্রমেই তর্কে লিপ্ত হবেন না। তাদের সাথে ধমকের স্বরে কথা বলবেন না।
৬) পিতা-মাতার প্রশ্নের জবাবে বিনোয়ী হোন ।
৭) খবার টেবিলে তাদের সাথে মিলিত হোন । সবার আগে পিতা মাতার খাবার প্লেটে খাবার তুলে দিন।
৯) রাতে যখন ঘুমাতে যাওয়ার সময় , তখন পিতার মাতার ঘুমানোর ব্যবস্থা করে , নিজে ঘুমাতে যান।
১০) বড় কোন সিন্ধান্ত নেওযার আগে পিতা মাতার সাথে পরামর্শ করে নিন। মনে রাখবেন আপনার ধ্যান ধারনা চিন্তা শক্তি সমকালীন ও প্রাসঙ্গিক হলেও তারা কিন্তু আপনার চেয়ে জ্ঞানী ।
১১) বাসার কোন অনুষ্ঠানের আয়োজন হলে বৃদ্ধ বাবা- মাকে সাথে রাখুন । বৃদ্ধ হয়েছে বলে তারা সংসারে বুঝা এমনটি কখনো ভাববেন না।
১২) বা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে – এই সময় তাদের বিনয়ের সাথে হাত খরচ দিন।
১৩) শত কাজের মাঝে সাপ্তাহিক ছুটির দিনে তাদের জন্য সময় হাতে রাখুন । তাদের পছন্দের রান্না করে খাওয়ান বা কোথাও ঘুরতে নিয়ে যান।
১৪) গুরত্বপূর্ণ ও পারিবারিক কোন বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার সাথে কথা বলুন । তার কোন পরামর্শ ব সিন্ধান্ত দিলে আপনার পছন্দ না হলেও তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া দেখাবেন না বা প্রতিবাদ করবেন না । পরে বুঝিয়ে বলবেন।
১৫) জীবনের শেষ প্রান্তে সব বাবা-মাই তার সাথে থাকতে চায় । নিজের সুবিধার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না । কে জানে অদূর ভবিষ্যৎ আপনার কপালটাও এমন হতে পারে।
ইবাংলানিউজ/
মন্তব্য করুন