ভারতের আইপিএল শিবিরে হঠাৎ করোনার আঘাত। আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তাই সাকিব-মুস্তাফিজকের দেশে আসার নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সাফ জানিয়ে দিয়েছে সাকিব-মুস্তাফিজকে থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
কলকাতার নাইট রাইটার্সের বরুন চক্রবর্তী ও সন্দীপের করোনা পজেটিভ হবার পর স্থগিত হয় আইপিএলের কলকাতা ও বেঙ্গালুর ম্যাচ। কলকাতার সাথে শেষ ম্যাচ খেলার পর ক্রিকেটাররা যান কোয়ারিন্টিনে।
পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় চেন্নাইয়ের শিবিরে কোভিট হানা দিলে এখন পর্যন্ত মোট সংক্রমন ঘটেছে ৪ দলের।
তিব্র সমালোচানা অগ্রাহ্য করে আর খেলা চালিয়ে যাবার আত্নবিশ্বাস থাকেনা বিসিসিআইয়ের । অবশেষে আসে স্থগিতের ঘোষনা।
অনিদির্ষ্ট কালের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ার করনে । অন্য রকম সংকায় পরে বিদেশী ক্রিকেটারেরা।
এদিকে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ডুকার আগে থাকতে হবে ১৪ দিনের কোয়ারিন্টিনে । ঠিক একইরকম নিষেজ্ঞাও জানিয়েছে বাংলাদেশ থেকে স্বাস্থ্য অধিদপ্তর । সাকিব- মুস্তাফিজকে দেশে আসার পর থাকতে হবে ১৪ দিনের কোয়ারিন্টিনে।
২৩ মে ২০২১ সালে সালে শুরু হবে শ্রীলঙ্ক-বাংলাদেশের ওয়ানডে সিরিজ। যদিও ম্যাচ শুরুর হতে এখনো দেরী । কিন্তু আইপিএল স্থগিত হওয়ার করনে সাকিব মুস্তাফিজদের দেশে ফিরতে হবে। কিন্তু থাকতে হবে ১৪ দিনের কোয়ারিন্টিন।
আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটিতেই হানা দিয়েছে করোনা। বাকি চার ফ্র্যাঞ্চাইজির (রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস) সদস্যরা যে হবেন না, এমন কোনো নিশ্চয়তা নেই। তাই সন্দেহের সেই দোলাচলে না থেকেই আইপিএলই স্থগিত ঘোষণা করে দিল বিসিসিআই।
আরো পড়ুন>>
- পদ্মায় স্পীডবোট দূঘটনায় মারা গেছে ২৬ জন।
- যেসব ই-কমার্স প্লার্টফর্ম থেকে অনলাইনে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।
- করোনাভাইরাসে কোভিডে-১৯ আক্রান্ত হচ্ছে শিশুরা । ঢাকা শিশু হাসপাতলে ভর্তি ১০ শিশুর কোভিড-১৯ পজেটিভ ।
- খেলা-ধুলা
- তসলিমা নাসরিনের বিতর্কিত টুইটে মুখললেন ইংলিশ ক্রিকেটার মইন আলীর বাবা।
- তাকলাকনো এক দেশ ! যে দেশে করোনাকে জয় করেছে।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন