বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পৌছেই করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট টিমের সবাই। শ্রীলঙ্কা ক্রিকেট বহরে আছে ১৮ ক্রিকেটার ও টিম মেস্বাররা।
হোটেলে তিন দিনের হোম কোয়ারেন্টাইন শেষে আবারও নেওয়া হবে করোনা পরিক্ষার নমুনা। শ্রিলঙ্কা ক্রিকেট দলের হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে হোটেল সোনারগাঁয়ে।
বুধবার থেকে অনুশীলনীর নামার কথা রয়েছে সফরকারীদের । আগামী মঙ্গলবার থেকে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে নামবে।
এদিকে শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্ট সিরিজে একটিতে ড্র এবং অন্যটিতে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম।
এবার ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে আয়োজন করছে বাংলাদেশ। আগামী ২২ মে প্রথম ওয়ানডে হওয়ার কথা থাকলেও তা দিন পরিবর্তন করে করা হয়েছে ২৩ মে ২০২১ ।
অতএব আগামী ২৩ মে ২০২১ সালে ঘরের মাটিতে গড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজের প্রথম ওয়ান ডে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে মাঝে একদিন বিরতি দিয়ে ২৫ মে ২০২১ সালে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মে ২০২১ সালে।
এই সব কয়েটি ম্যাচ হবে দিবারাত্রীর। ওয়ানডে খেলা শেষে শ্রীলঙ্কা ক্রিকেট টিম বাংলাদেশ ছাড়বে আগামী ২৯ মে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২১ মে ওয়ানডে প্রস্তুতি ম্যাচ বিকেএসপি সকাল ৯টা
২৩ মে প্রথম ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি
২৫ মে দ্বিতীয় ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি
২৮ মে তৃতীয় ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি
আরো পড়ুন>>
সূত্রঃ চ্যানেল২৪ এবং প্রথম আলো।
মন্তব্য করুন