৪:৪৫:৫১ PM
বৃষ্টি আবার শুরু হয়েছে
৪:৩০:৫১ PM
বৃষ্টি থেমেছে
বাংলাদেশ শ্রীলঙ্কার মধো চলছে ২য় ওয়ানডে সরাসরি
৩:৫৪:৫৮ PM
মিরাজও ফিরলেন
দ্বিতীয় বলেই আউট মিরাজ। ১৮৪ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।
১২ ইনিংসে ৪৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস মুশফিকের।
মজার ব্যাপার এর মধ্যে ২৫টিই ২০১৫ বিশ্বকাপের পর।
২০১৫ বিশ্বকাপের পর ৫০-এর বেশি গড়ে রান তলা মুশফিক ৭৭ ইনিংসে মাত্র একবার শূন্য রানে আউট হয়েছেন।
৩:১৮:২১ PM
মুশফিকের ফিফটি
৭০ বলে পঞ্চাশ পেরোলেন মুশফিক। ৭০ বলে এক চারে ৫১ রান মুশফিকের। ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম ফিফটি তাঁর।
২৯তম ওভারে এসে ছক্কা পেল বাংলাদেশ ইনিংস। মাহমুদউল্লাহর ছক্কায় পঞ্চম উইকেট জুটি পঞ্চাশ পেরোল। ২৮.১ ওভার শেষে ৪ উইকেটে ১২৮ রান বাংলাদেশের।
২:৫৮:৪৬ PM
মেডেন ওভার দিলেন হাসারাঙ্গা। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৩।
২:৫৭:৪৫ PM
দায়িত্ব নিয়ে খেলছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচের মতোই দারুণ স্থিতধী তিনি। এখনো পর্যন্ত ৫৯ বল খেলে করেছেন ৪১ রান। বাউন্ডারি মেরেছেন মাত্র একটি। স্ট্রাইক রেট ৬৯। তাঁর সঙ্গে আছেন মাহমুদউল্লাহ।
২:৫৪:০৩ PM
২২.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান।
২:৪৪:২২ PM
২০ ওভারে শেষে ৪ উইকেটে ৯১ রান বাংলাদেশের
প্রথম ১০ ওভারে ৪৪ রান তুলতে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। পরের ১০ ওভারে এসেছে ৪৭ রান। তবে এবারও ২ উইকেট হারিয়ে ফেলায় স্বস্তিতে নেই বাংলাদেশ। ৩৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। তাঁর সঙ্গী মাহমুদউল্লাহ আছেন ৩ রানে।
২:৩৯:৪৭ PM
২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ২ সেঞ্চুরিসহ ৩১১ রান করেছিলেন লিটন দাস। এর পর ৮ ইনিংসে এই ওপেনারের ইনিংসগুলো যথাক্রমে ১৪, ২২, ০, ১৯, ০, ২১, ০, ২৫। ৮ ইনিংসে ১০১ রান করেছেন লিটন। এ সময় তাঁর গড় ১২.৬৩। স্ট্রাইকরেটও হতাশাজনক, ৫৮. ৭২!
ওদিকে ১১ ম্যাচ পর ওয়ানডেতে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন আজ প্রত্যাবর্তনে করেছেন ১০ রান।
২:২৬:০৯ PM
মোসাদ্দেক আউট !
সান্দাকানের বলে এলবিডব্লু হয়ে ফিরে গেলেন মোসাদ্দেক। লেগ স্টাম্পের ওপরের বলটি ফ্লিক করতে গিয়ে ফাঁদে পড়লেন তিনি। দল এবার বেশ বিপদে। বাংলাদেশের সংগ্রহ ৭৪/৪ (১৫.৪ ওভার)
২:২২:৪৫ PM
লিটনের পর উইকেটে এসেছেন মোসাদ্দেক। ২০১৯ সালের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলছেন তিনি।
২:০১:৪৯ PM
আউট হয়ে গেলেন লিটন!
৪২ বলে ২৫ রান করে আউট হয়ে গেলেন লিটন দাস। লক্ষণ সান্দাকানের বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ধরা পড়েছেন এই ওপেনার। পয়েন্টে ধরা পড়ার আগে দুটি চার মেরেছেন লিটন। বাংলাদেশ ৩ উইকেটে ৪৯ রান।
১:৫৪:৩৬ PM
১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৪/২
গত দুই বছর ধরে পাওয়ার প্লেতে কম রান তোলার ছন্দটা আজও ধরে রেখেছে বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৪ রান। অথচ আজ শুরুটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। ইসুরু উদানার প্রথম বলটাই ছিল নো বল। তাতে চার মেরে শুরু করেছিলেন তামিম ইকবাল। পরের দুই বলেও চার মেরেছেন তামিম। প্রথম ২ বলে ১৪ রান ছিল বাংলাদেশের! প্রথম ওভারে ১৫ রান তলা বাংলাদেশ ৪ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে পরের ওভারেই। দুষ্মন্ত চামিরার প্রথম ও চতুর্থ বলে এলবিডব্লু হন তামিম ও সাকিব। পাওয়ার প্লের বাকি সময়টা তাই লিটন দাস ও মুশফিকুর রহিম ফলকে থিতু করায় মন দিয়েছেন। দলের রানটাও তাই এগিয়েছে শম্বুক গতিতে। লিটন অপরাজিত ২২ রানে, মুশফিকের রান ৬।
১:৩৮:১৫ PM
১৭তম বলে এসে রান দিলেন চামিরা। দারুণ এক পুলে চামিরাকে চার মেরেছেন লিটন দাস। ৬ ওভার শেষে ২ উইকেটে ২৬ রান বাংলাদেশের। ৯ রান করেছেন লিটন। মুশফিক অপরাজিত ১ রানে।
এই খবরের বিস্তারিত দেখুন >> প্রথম আলোর ওয়েব সাইটে সরাসরি।
মন্তব্য করুন