আম্পায়ার এলবিডাব্লিউ আবদেনে সারা না দেওয়ার করনে খিপ্ত হয়ে স্টাম্পে লাথি দিয়ে স্টাম্প ভেঙ্গে ফেললেন সাকিব আল হাসান। লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গার পর , স্টাম্প তুলে আছাড় মারলেন- সাকিব।
আজ দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়াম ক্রিকেট লিগের ও আবাহনী মোহামেডান ম্যাচে এই ঘটনা ঘটে। লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গার পর , স্টাম্প তুলে আছাড় মারলেন- সাকিব।
শুধু স্টাম্প ভাঙ্গা নয় এর পর রেগে গিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন সাকিব আল হাসান। আবহনীর ইনিংসের ৬ তম অভারে বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ ঘোষনা দেন। লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গার পর , স্টাম্প তুলে আছাড় মারলেন-
এদিকে মাঠ ঢাকার কাভার আসার আগ মূহূর্তে আবারও সাকিব আল হাসান স্টাম্পের দিকে রেগে গিয়ে , স্টাম্প আছাড় মারেন। লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গার পর , স্টাম্প তুলে আছাড় মারলেন- সাকিব।
এই অবস্থা দেখে খালেদ মাহমুদ মাঠে প্রবেশ করেন। বৃষ্টির কারনে খেলোয়ারা যখন মাঠ ছাড়ছেন তখন সাকিব আল হাসানের মাঠ ছাড়ার আগ মুহূর্তে খালেদ মাহমুদের সংঙ্গে দূর থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তো হয় । তখন খালেদ মাহমুদ এগিয়ে আসলে সাকিবও এগিয়ে যান । এর পর খেলোয়াড়রা সাকিব আল হাসানকে ডেস্টিং রুমে দিকের নিয়ে যায় ।
পরে অবশ্য ঘটনার সমাপ্তি হয়েছে বলে জানা যায়। শোনা যায় আবহনীর ড্রেসিং রুমে খালেদ মাহমুদের কাছে ক্ষমা চেয়েছেন। তারা দুই জনে কুলাকুলিও করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে আবাহনীর ম্যানেজার মাসুদ ইকবাল বলেছেন, ‘সাকিব এসেছিলেন আমাদের ড্রেসিংরুম। তিনি আমাদের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। সেখানে খালেদ মাহমুদ সুজনও ছিলেন। বিষয়টি মিমাংসা হয়ে গেছে। পরে দুজন গলা মিলিয়েছেন। সাকিব নাকি ড্রেসিংরুমে ফেরার পথে দর্শকদের দিকে তাকিয়ে কথা বলছিলেন।’-প্রথম আলো।
মন্তব্য করুন