দীর্ঘ অপেক্ষার পর আগামী রবিবার থেকে শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ড কাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনই বাংলাদেশের খেলাবে স্কটল্যান্ডের সাথে।
বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচ শুরু হবে ওমান স্টেডিয়ামে।যদিও এবারের বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে।
করোনার কারনে ভারতের পরিস্থিতি নাজুক থাকায় আসর বসছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে।ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ৪ টি ভ্যানুতে বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল খেলবে। বাছাই বা প্রথম পর্ব শেষ চারটি দল যাবে সুপার টুয়েলভে। সেখানেই শুরু হবে আসল লড়াই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুখকর কিছু পায়নি বাংলাদেশ। আগের ছয়টি বিশ্বকাপে ২৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল পাঁচটি, যার চারটিই বাছাই পর্বে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে একবার হারিয়েছিল বিশ্বকাপের প্রথম আসরে, নিজেদের উদ্বোধনী ম্যাচে।
হংকং, আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের কাছে হারের লজ্জাও পেয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। তবুও এবারের বিশ্বকাপে ভালো করার এবং প্রত্যাশার চেয়ে বেশিদূর যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বমঞ্চে মাঠে নামছে বাংলাদেশ। দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে ডেকে এনে ১০ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় বাংলাদেশের।
কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স রীতিমত হতাশার। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় মুখ্য বিষয় না হলেও ধারাবাহিক ব্যর্থতা আত্মবিশ্বাসে চিড় ধরায়, বাড়ায় দুশ্চিন্তা।
সব পেছনে ফেলে বাংলাদেশ রোববার স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে এমনটাই প্রত্যাশা।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
মন্তব্য করুন