বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করছে। এই ঘোষিত দলে থাকছে না মাহমুদুল্লাহ ,জানিয়েছে বিসিবি।
দলে নতুন হিসবে জায়গা করে নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ , শরিফূল ইসলাম ও শহিদুল ইসলাম। তাছাড়াও ডাক পেয়েছে ৫ বছর পর শুভাগত হোম।
আগামী ১২ এপ্রিল টাইগাররা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে ।
প্রাথমিক দলে যারা থাকছেঃ তামিম ইকবাল, মুমিনুল হক , লিটন দাস ,মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম , আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম , নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ , নাঈম হাসান , তাসকিন আহমেদ , এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী , শরিফুল ইসলাম , খলেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম , শহীদুল ইসলাম , নুরুল হক সোহান।
চূড়ান্ত দল ঘোষনা করা হবে আন্তঃদলীয় প্রস্ততি ম্যাচ শেষে।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন