ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের দিকে যাচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ আগের মতোই ঘণ্টায় ৬২ কিলোমিটারই আছে। এগোচ্ছে জাওয়াদ
সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে গতকালের মতোই ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর সঙ্গে নতুন করে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
জাওয়াদ আগামীকাল রবিবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ শক্তি হারিয়ে নিম্নচাপ আকারে ভারতের উপকূলে উঠতে পারে। এর প্রভাবে ইতোমধ্যে ভারত ও বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে, অনেক এলাকার আকাশ এখন মেঘলা।
মন্তব্য করুন