ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব: বিশ্ববাজারে তেলের দাম হু হু করে নামছে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি নিয়ে এই উদ্বেগের প্রভাবে আজ বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে।
ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৩.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৬০.৩৬ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ৪.৪ শতাংশ কমে নেমে এসেছে ৫৬.৯৬ ডলারে। তথ্যসূত্র: অয়েলপ্রাইস ডট অর্গ।
বাংলাদেশের জ্বালানি প্রয়োজন প্রায় পুরোপুরিই আমদানি-নির্ভর। বিশেষ করে ডিজেল, যা কৃষি, শিল্প এবং পরিবহন খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের আমদানি ব্যয় ও ভোক্তা পর্যায়ের পণ্যমূল্য বেড়ে যায়।
তবে বর্তমানে তেলের দাম কমার এই ধারা অব্যাহত থাকলে সরকার তুলনামূলকভাবে কম খরচে জ্বালানি কিনতে পারবে, যা অভ্যন্তরীণ বাজারে তেলের দাম হ্রাসের সুযোগ তৈরি করবে। এতে জনগণও প্রত্যক্ষভাবে উপকৃত হবে এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় কিছুটা হ্রাস পেতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০৪% শুল্ক আরোপের ফলে বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে ধাবিত হতে পারে, যা জ্বালানি চাহিদা হ্রাস করতে পারে।
এই শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ৪% এবং তাইওয়ানের তাইএক্স সূচক ৫.৮% হ্রাস পেয়েছে। ইউরোপের বাজারেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে, যেমন জার্মানির ডিএএক্স, ফ্রান্সের সিএসি ৪০ এবং যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক প্রায় ২% কমেছে। তথ্য সূত্র: AP News
এই পরিস্থিতিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড এবং ডলারের মানও হ্রাস পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের দিকে ঝোঁক বাড়িয়েছে।
তথ্য সূত্র: Reuters
বাংলাদেশের জন্য, যেহেতু দেশটি জ্বালানি তেলের আমদানির ওপর নির্ভরশীল, তাই বিশ্ববাজারে তেলের দামের এই হ্রাস স্বল্পমেয়াদে আমদানি ব্যয় কমাতে সহায়তা করতে পারে। তবে, দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেশের রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।
সার্বিকভাবে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে।